promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে: জার্গেনসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

ইংল্যান্ডের বিপক্ষে হার মানসিকভাবে কিছুটা পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিপক্ষে ১৩৭ রানে হেরে রানরেটেও পিছিয়ে আছে টাইগাররা। অপরদিকে বেশ ফুরফুরে মেজাজে আছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটোতেই জিতে গেছে তারা। তবুও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে বলেই মনে করছে দলটি।


টানা দুইবারের রানারআপ নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে পেয়েছে উড়ন্ত সূচনা। ইংল্যান্ডের সঙ্গে ৯ উইকেটের জয়ের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও জিতেছে ৯৯ রানের ব্যবধানে। যদিও বাংলাদেশের বিপক্ষে সেই আত্মবিশ্বাসে ভালোভাবেই লাগাম টেনে ধরেছে তারা।



promotional_ad

দলটির বোলিং কোচ শেন জার্গেনসন বলেন, 'বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্টের ম্যাচগুলোতে নিজেদেরকে বেশ ভালোভাবে প্রমাণ করেছে। আমরা দলগতভাবে তাদেরকে বেশ সম্মান করি। পূর্বে ঘরের মাঠে এবং নিউজিল্যান্ডে তারা আমাদের বিপক্ষে ভালো করেছে।'


'কোনো সন্দেহ নেই এই ম্যাচটাও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ বৈশ্বিক টুর্নামেন্টে প্রত্যেক খেলোয়াড়ের মনোযোগ এবং ভালো করার তাড়না বেড়ে যায়। এটা বিশ্বকাপের একটি চরিত্র। বলার অপেক্ষা নেই কঠিন ম্যাচ হবে।'


২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছিল বাংলাদেশ। অবশ্য ছোটখাটো ভুলের কারণে শেষ পর্যন্ত জিতেছিল কিউইরা। এদিকে ঘরের মাঠে সবশেষ সিরিজে হারলেও বাংলাদেশ বেশ কয়েকবারই হারিয়েছে কেন উইলিয়ামসনের দলকে।



অবশ্য বরাবরই নিউজিল্যান্ডকে বিপদে ফেলেছেন বাংলাদেশের স্পিনাররা। এবারের প্রেক্ষাপট ভিন্ন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের নৈপুণ্যে পেস আক্রমণেও খুব শক্তিশালী বাংলাদেশ। যদিও চেন্নাইতে স্পিন উইকেটেই খেলবে দুই দল।


জার্গেনসনও প্রশংসা করলেন বাংলাদেশের পেসারদের, 'স্পিনারদের পাশাপাশি বাংলাদেশের পেসাররা এখন বোলিং আক্রমণে যেভাবে ভূমিকা রাখছে সেটা দারুণ। গভীরভাবে তাদের শেষ কয়েক বছর নজরে রেখে কথাটা বলছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball