সেঞ্চুরি পেতে লম্বা সময়ের পরিশ্রম কাজে লেগেছে রোহিতের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩
১২ মার্চ ২৫
গত বিশ্বকাপে একাই পাঁচটি সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। এবারের বিশ্বকাপের আগে ব্যাট হাতে সেভাবে ফর্মে ছিলেন না ভারতের অধিনায়ক। যদিও বিশ্বকাপে সেঞ্চুরির নেশায় মত্ত রোহিত প্রস্তুতি নিয়েছেন সেভাবেই। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ায় তাই দারুণ খুশি ভারতের অধিনায়ক।
২৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮৪ বলে ১৬টি চার ও পাঁচটি ছক্কায় ১৩১ রান করেন রোহিত। তার অনবদ্য ইনিংসে আট উইকেটের জয় পায় ভারত। এ নিয়ে এবারের বিশ্বকাপে টানা দুই জয় পেল স্বাগতিকরা।

সেঞ্চুরি প্রসঙ্গে রোহিত বলেন, 'ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট ছিল। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চেয়েছি। একবার থিতু হয়ে গেলে উইকেট আরও সহজ হবে বুঝতে পারছিলাম। এটা নিয়ে আমি লম্বা সময় ধরে কাজ করছিলাম। শুধুমাত্র বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়ার জন্য। এটা নিয়ে তাই আমি দারুণ খুশি।'
ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার
৩ ঘন্টা আগে
ম্যাচটিতে ৬৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন রোহিত। একইসাথে বিশ্বকাপে ভারতের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এই রেকর্ড গড়তে রোহিত পেছনে ফেলেন ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ বলে সেঞ্চুরি পাওয়া কপিল দেবকে।
ম্যাচজয়ী ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ডও গড়েন রোহিত। ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কার রেকর্ড ছিল ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তি ক্রিস গেইলের। ৪৭৩ ইনিংসেই তাকে ছাড়িয়ে গেলেন রোহিত। তার মোট ছক্কা এখন ৫৫৬টি।
এদিকে তিন নম্বর বিশ্বকাপে ১৯তম খেলে এটা রোহিতের সপ্তম সেঞ্চুরি। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন এককভাবে তিনি। এর আগে ছয় বিশ্বকাপে ৪৪ ইনিংস খেলে ছয়টি সেঞ্চুরি করেছিলেন ভারতের ব্যাটিং গ্রেট শচিন টেন্ডুলকার।
রেকর্ড নিয়ে রোহিত বলেন, 'রেকর্ড নিয়ে আমি খুব বেশি ভাবি না। কারণ আমি জানি আমাকে অনেক দূর যেতে হবে। ফোকাস হারানো যাবে না, যেটা দরকার করতে হবে। এই দিনটি সফল করে নিতে চেয়েছিলাম। কিছু জিনিস আমি আগে থেকে ঠিক করে রাখি, গিয়েই বড় শট খেলি না। কিছু সময় পরিস্থিতি বিবেচনা করে খেলি। এটা দুটোর মিশ্রণ।'