ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মালান, শীর্ষে হ্যাজেলউড
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ইংলিশদের বড় জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ডেভিড মালান। তার ১০৭ বলে ১৪০ রানের ইনিংসেই ৩৬৪ রানের বিশাল পুঁজি নিশ্চিত করেছিল। এমন ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরষ্কারও উঠেছিল তার হাতে।
একদিন পরেই আরেকটি সুখবর পেয়েছেন মালান। ওয়ানডে র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে তার। ৯ ধাপ এগিয়ে তিনি ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। ৭১১ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন এই ইংলিশ বাঁহাতি ব্যাটার।

আরও দুটি পরিবর্তন হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সাউথ আফ্রিকার ৪২৮ রানের রেকর্ড সংগ্রহের ম্যাচে ৮৪ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন। এই সেঞ্চুরির সুবাদেই এক ধাপ উন্নতি হয়েছে তার। প্রোটিয়া এই উইকেটরক্ষের অবস্থান এখন ছয় নম্বরে।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি না পেলেও ৮৫ রানের ইনিংসে ভারতকে বড় নিশ্চিত করে দিয়েছেন বিরাট কোহলি। তিনি দুই ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন। ৯৭ রানে অপরাজিত থাকা লোকেশ রাহুল ১১ ধাপ এগিয়ে ২১ নম্বরে জায়গা করে নিয়েছেন।
৮৩৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন বাবর আজম। দুই নম্বরে থাকা শুভমান গিলের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান ৫। বোলারদের র্যাঙ্কিংয়েও বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ৬৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন জশ হ্যাজেলউড।
ভারতের বিপক্ষে ৩৮ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। এর ফলে তার নামের পাশে যোগ হয়েছে ১৩ রেটিং পয়েন্ট। হ্যাজেলউডের সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করা মোহাম্মদ সিরাজ ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন ২ নম্বরে।
তিন ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব। তিনি আট নম্বরে উঠে এসেছেন। ২ ধাপ এগিয়ে তিন নম্বরে জায়গা পেয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। আর ম্যাট হ্যানরি চার ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন পাঁচ নম্বরে।