সেপ্টেম্বরের সেরার তালিকায় গিল-সিরাজ, আছেন মালানও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাচ শেষ করার তৃপ্তি পেয়ে খুশি ওপেনার সুদর্শন
৯ ঘন্টা আগে
সেপ্টেম্বরের সেরা ক্রিকেটারকে বাছাই করতে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মনোনয়ন পেয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল ও দলটির পেসার মোহাম্মদ সিরাজ। এ ছাড়াও মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালান।
গত সেপ্টেম্বরে অসাধারণ ছন্দে ছিলেন গিল। দারুণ ব্যাটিংয়ে ৮০ গড়ে ৪৮০ রান করেছেন তরুণ এই ওপেনার। এশিয়া কাপেই দুটি হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। আর বাংলাদেশের বিপক্ষে করেছেন অসাধারণ এক সেঞ্চুরি, যদিও সেই ম্যাচটি হারে ভারত।

দারুণ এই ফর্ম অস্ট্রেলিয়া সিরিজেও বয়ে আনেন গিল। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচেই তিনি করেন ৭৪ রান। ইন্দোরে সিরিজের পরের ম্যাচে ১০৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন এই ওপেনার।
শরীর সতেজ আছে, তাই বোলিং উপভোগ করছি: সিরাজ
৭ এপ্রিল ২৫
মনোনয়ন পাওয়া আরেক ভারতীয় সিরাজ এশিয়া কাপের ফাইনালে ইতিহাস সৃষ্টি করেন। তার বোলিংয়ের সামনে ফাইনাল ম্যাচে কোনও প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২১ রান খরচায় ছয় উইকেট নেন তিনি।
সিরিজের অসাধারণ বোলিংয়ে মাত্র ৫০ রানে অলআউট হয় স্বাগতিকরা। পরে ব্যাটিংয়ে নেমে সহজেই এই লক্ষ্য তাড়া করে ভারত। সবমিলিয়ে গত মাসে ১৭.২৭ গড়ে ১১ উইকেট নেন সিরাজ।
মনোনয়ন পাওয়া আরেক ক্রিকেটার মালানও গত মাসে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন। বাঁহাতি এই ওপেনার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন। সেই সিরিজে তিন ম্যাচ খেলা মালান রান করেন যথাক্রমে ৫৪, ৯৬ এবং ১২৭। সিরিজে তার স্ট্রাইক রেট ছিল ১০৫.৭২।