দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না গিলের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। আগামী বুধবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। ডেঙ্গু জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি ওপেনার শুভমান গিল।
অবশ্য ম্যাচের আগ পর্যন্ত তাকে নিয়ে আশায় ছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। এবার জানা গেল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না এই ভারতীয় ব্যাটারের। ডেঙ্গু থেকে সেরে উঠছেন। যদিও দলের সঙ্গে তিনি দিল্লিতে যাননি।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে। চেন্নাইতেই গিল ভারতীয় দলের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে থাকবেন। বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'সে চেন্নাইতে থেকে গেছে এবং সে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে আছে।'
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১২ মার্চ ২৫
ব্যাট হাতে চলতি বছর দারুণ ছন্দে আছেন গিল। এখন পর্যন্ত ৭২.৩৫ গড়ে ১ হাজার ২৩০ রান করেছেন তরুণ এই ওপেনার। যেখানে তার স্ট্রাইক রেট ১০৫.০৩। নিজের সবশেষ চার ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন গিল।
যার শেষ দুটিই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন। এমন ছন্দে থাকা এই ব্যাটারের ফেরা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গিল কবে ফিরতে পারবে এ নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে গিল না খেলায় রোহিত শর্মার সঙ্গে ভারতের ইনিংস শুরু করেছিলেন ইশান কিশান। যদিও ব্যাট হাতে ভালো করতে পারেননি তিনি। এক বলে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও তাকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে।