promotional_ad

টি-টেনের ড্রাফটে তামিম-লিটন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

অবসর থেকে ফিরলেও বিশ্বকাপ খেলতে যাওয়া হয়নি তামিম ইকবালের। ফলে দেশে অবসর সময় পার করছেন বাঁহাতি এই ওপেনার। সেই সঙ্গে চোট থেকে পুরোপুরি সেরে উঠার সময় খানিকটা সময়ও পেয়েছেন তিনি। জাতীয় দলে ফিরতে না পারলেও আগামী জানুয়ারির আগে তামিমকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ।


সেই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। তবে টি-টেন লিগের ড্রাফটে নাম দেয়ায় মাঠের ক্রিকেটে দেখা যেতে পারে নভেম্বর-ডিসেম্বরেও। তবে ড্রাফট থেকে পেতে হবে দল। তামিম ছাড়াও টি-টেন লিগের ড্রাফটে আছেন বাংলাদেশের লিটন দাস।



promotional_ad

এর আগে সাকিব আল হাসানকে রিটেইন করেছে বাংলা টাইগার্স। গত মৌসুমেও দলটির হয়ে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। সাকিব ছাড়াও বাংলা টাইগার্সের জার্সিতে এবার দেখা যাবে পাকিস্তানের ইফতিখার আহমেদ, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও সংযুক্ত আরব আমিরাতের রোহান মুস্তফাকে।


আরো পড়ুন

নাহিদ–রিশাদরা পিএসএলে খেলুক, চাওয়া শান্তর

১৭ মার্চ ২৫
নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন

এদিকে সরাসরি চুক্তিতে ভারতের ইউসুফ পাঠানকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। ড্রাফটে নিবন্ধন করেছেন ৭৮২ জন ক্রিকেটার। যেখানে তামিম, লিটন ছাড়াও আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, ইংল্যান্ডের আদিল রশিদ, অস্ট্রেলিয়ার ক্রিস লিনের মতো ক্রিকেটাররা। এবারও টি-টেনে খেলবে ৮টি দল।


যেখানে বাংলা টাইগার্সের সঙ্গে আছে চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবু ধাবি। ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া আবু ধাবি টি-টেন লিগ শেষ হবে ৯ ডিসেম্বর। এবারের আসরে আগেরগুলোকে ছাড়িয়ে যাবে বলে মনে করেন টি-টেন গ্লোবালের চেয়ারম্যান সাজি উল মূলক।



এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্র‍্যাঞ্চাইজি গুলো সরাসরি সাইনিংয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কিছু সাইনিং অবাক করেছে। একটু দারুণ খেলোয়াড় ড্রাফটের জন্য মুখিয়ে আছি। আশা করছি এবারের আসর আগেবারকে ছাপিয়ে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball