বাংলাদেশ ম্যাচের আগে ইংল্যান্ডকে সতর্ক করলেন ট্রট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়াও আমাদেরকে হালকাভাবে নেবে না: আফগানিস্তানের কোচ
২৭ ফেব্রুয়ারি ২৫
দর্শনীয় স্টেডিয়াম হিসেবে বেশ সুখ্যাতি আছে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের। যদিও এই মাঠের আউটফিল্ড কিছুটা ঝুঁকিপূর্ণ। ঘাস এবং বালুভরা এই মাঠটির আউটফিল্ড সম্পর্কে ইংল্যান্ডকে সতর্ক করলেন আফগানিস্তানের ইংলিশ হেড কোচ জনাথন ট্রট। জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে এমনটাই।
গত শনিবার এই মাঠেই বিশ্বকাপের ম্যাচ খেলে বাংলাদেশ ও আফগানিস্তান। সেই ম্যাচে দুই দলের ফিল্ডাররাই আউটফিল্ডের কারণে ভুগতে থাকে। আগামী মঙ্গলবার এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
বিশ্বকাপে ইতোমধ্যেই বাংলাদেশ এই মাঠে খেলেছে। তবে এই মাঠে খেলা হয়নি ইংল্যান্ডের। এ কারণে ইংল্যান্ডকে সতর্ক করে দিয়েছেন আফগানিস্তানের কোচ ট্রট। ধর্মশালার আউটফিল্ড নিয়ে ট্রট হতাশা প্রকাশ করেন বাংলাদেশ ম্যাচের পরপরই।

কেননা বাংলাদেশের বিপক্ষে খেলার সময় বাউন্ডারিতে বল ধরতে গিয়ে মুজিব উর রহমান এবং আজমতউল্লাহ ওমরজাই ঝুঁকিপূর্ণভাবে মাটিতে পড়েন। আরেকটু বেসামাল হয়ে পড়লে ইনজুরিতেও পড়তে পারতেন এই দুই ক্রিকেটার।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
ম্যাচ শেষে ট্রট বলেন, ‘ভাবুন তো, যদি আপনার খেলোয়াড় বল ধরতে গিয়ে ডাইভ দেবে কি না দ্বিধায় ভোগে, পড়ে গেলে চোটে পড়বে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আমরা সৌভাগ্যবান যে মুজিব গুরুতর হাঁটুর চোট থেকে বেচে গেছে।’
এদিকে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সংবাদ সম্মেলনেই শুধু নয়, ইংল্যান্ড দলের কাছেও আউটফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়েছেন ট্রট। ইংল্যান্ড দল ধর্মশালায় নামার আগে আউটফিল্ডের বিষয়টি যেন মাথায় রাখে, এ বিষয়ে তাদের সতর্ক করেন তিনি।
এদিকে বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ হিসেবে প্রতিবেদন দিয়েছেন ম্যাচ অফিশিয়ালসরা। এ বিষয়ে আইসিসির একজন মুখপাত্র বলেন, ‘আইসিসি পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে ম্যাচ অফিশিয়ালসরা পিচ ও আউটফিল্ডের পরিস্থিতি মূল্যায়ন করে থাকেন।’
‘বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে ‘অ্যাভারেজ’ রেট দেওয়া হয়েছে। উপরন্তু আইসিসির ইনডিপেনডেন্ট পিচ কনসালট্যান্ট আউটফিল্ড দেখেছেন। তিনি এবং পরবর্তী ম্যাচের রেফারি জাভাগাল শ্রীনাথ আউটফিল্ডের কন্ডিশনে সন্তোষ প্রকাশ করেছেন।’