promotional_ad

শানাকা রান পাওয়ায় হেরেও স্বস্তিতে শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গুজরাটে ফিলিপসের বদলি শ্রীলঙ্কার শানাকা

১৮ এপ্রিল ২৫
ফাইল ছবি

দল ভালো করলেও ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না দাসুন শানাকা। বাজে ফর্মের কারণে নেতৃত্ব হারাতে যাচ্ছিলেন তিনি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে শানাকা পাওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। এমনটাই জানিয়েছেন সাদিরা সামারাবিক্রমা।


সবশেষ এশিয়া কাপে ব্যাট-বল হাতে দলের জন্য তেমন কোনও প্রভাব রাখতে পারেননি শানাকা। ব্যাট হাতে ছয় ম্যাচে ৫৪ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন মাত্র চার উইকেট। আরও একটু পেছনে ফিরে তাকালে শানাকার হতাশা আরও বেড়ে যাওয়ার কথা। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফর করেছিল শ্রীলঙ্কা। সেখানে সিরিজের প্রথম ওয়ানডেতেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। এরপর ১৭টি ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার।


promotional_ad

যেখানে শ্রীলঙ্কার জার্সি গায়ে মাত্র ৮.৮২ গড়ে করেছেন মোটে ১৫০ রান। বল হাতেও নিয়েছেন মাত্র ১২টি উইকেট। অবশ্য এরপরও লঙ্কানদের ভরসা ছিলো শানাকার উপর। এর প্রতিদান দিয়েই বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬৮ রান করেন শানাকা। পেয়েছেন ৯ মাস পর হাফ সেঞ্চুরির দেখা। তার ছন্দে ফেরায় দল বেশ স্বস্তি অনুভব করছেন বলে জানান সাদিরা সামারাবিক্রমা।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

সামারাবিক্রমা বলেন, ‘আসলে, আমরা খুব খুশি কারণ কুশল মেন্ডিস এবং বিশেষ করে দাসুন শানাকা তাদের স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। পাশাপাশি কুশল মেন্ডিস এবং চারিথ আসালাঙ্কা যেভাবে আমাদের দলের ব্যাটিং ইউনিটকে যেভাবে আত্মবিশ্বাস দিয়েছে সেটা দুর্দান্ত ছিলো। আমরা যখন এত বড় লক্ষ্য তাড়া করছি, তখন আমাদের উইকেটে থিতু হওয়ার কোনও সময় থাকে না।’


এদিকে ৪২৯ রানের বিশ্বকাপের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। দলের দুই ওপেনার হয়েছেন ব্যর্থ। তবে মেন্ডিসের ৭৬, চারিথ আসালাঙ্কার ৭৯ এবং অধিনায়ক শানাকার ৬৮ রানে ভর করে ৩২৬ রানে থামে লঙ্কানদের ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে এমন ব্যাটিং নিজদের জন্য প্রাপ্তি হিসেবেই দেখছেন সামারাবিক্রমা।


তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের সবসময় ইতিবাচকভাবে খেলতে হবে। আমার মতে এমন কন্ডিশনে এরকম ভাবে খেলতে পারাটা আমাদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। আমার মতে ম্যাচের টা???্নিং পয়েন্ট ছিল পর পর দুই ওভারে কুশল মেন্ডিস ও আমার উইকেট হারানো। এটাই (ম্যাচের) টার্নিং পয়েন্ট ছিল বলে আমার ধারণা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball