promotional_ad

বাংলাদেশকে উড়িয়ে দিতে চান লিভিংস্টোন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৫ মার্চ ২৫
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

সেরা চারের জন্য ফেভারিট তো বটেই এবারও জিততে পারে বিশ্বকাপ, ইংল্যান্ডকে নিয়ে এমন বাজি ধরেছেন অনেকে। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে সেই হারের ঝাঁজ বাংলাদেশের সাথে মেটাতে চান লিয়াম লিভিংস্টোন।


‘বাজবল’ ক্রিকেট শুরুর পর থেকে বদলে গেছে ইংল্যান্ডের টেস্ট খেলার ধরণ। টেস্টের মতো ওয়ানডেতেও ধুমধাড়াক্কা ক্রিকেট খেলা শুরু করেছেন ইংলিশ ক্রিকেটাররা। প্রায়শই সাড়ে তিনশ রান করতে দেখা যায় তাদের। ইনিংসের প্রথম বলে থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকেন জনি বেয়ারস্টোরা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সেটি করতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা।


পেসারদের পর স্পিনারদের আঁটসাঁট বোলিং; সব মিলে নিয়ন্ত্রিত লেংথে বোলিং করে ইংলিশ ব্যাটারদের আটকে দিয়েছিলেন কিউই বোলাররা। যেখানে নিজেদের চিরচেনা ক্রিকেটের কিছুই করে দেখাতে পারেননি। ফলে বাজেভাবেই হারতে হয়েছে ইংল্যান্ডকে। বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর জস বাটলার জানিয়েছিলেন, বাংলাদেশকে সম্মানকে করতে হবে।



promotional_ad

লিভিংস্টোন অবশ্য সাকিব আল হাসানদের খানিকটা হুমকিই দিয়ে রাখলেন। ১০ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে লিভিংস্টোন জানালেন, তারা সেদিন আরও বেশি আক্রমণাত্বক ক্রিকেট খেলতে চান। সেটির ব্যাখ্যা দিতে গিয়ে ইংলিশ অলরাউন্ডার জানান, ইংল্যান্ড এমন অবস্থায় থাকলে আরও বেশি আক্রমণাত্বক হয়ে উঠে।


এ প্রসঙ্গে লিভিংস্টোন বলেন, ‘একটা ম্যাচ দিয়ে একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না। আমাদের এই দলটার একটা বিষয় খুব ভালো যে যখন আমরা কোন ম্যাচ হেরে যাই তখন আমরা আরও বেশি আক্রমণাত্বক হয়ে যাই। মঙ্গলবারে আমাদের এমনটা করার সুযোগ আছে।’


‘কন্ডিশনের কারণে বল খুব ভালো উড়ে। আপনি দেখলে এটা বুঝতে পারবেন। বাউন্ডারি মারতে এটি আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। সেখানে বাউন্ডারি এতটা বড় নয়। সেই সঙ্গে আমাদের লাইন আপে যে শক্তি আছে তাতে এটা আমাদের জন্য আরও ভালো হবে।’


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার কারণে ভারতের উইকেটগুলো বেশ ভালোভাবেই চেনা লিভিংস্টোনের। ধর্মশালায় আইপিএলের ম্যাচ খুব বেশি না হলেও সবশেষ আসরে পাঞ্জাব কিংসের কয়েকটি ম্যাচ হয়েছে। পাঞ্জাবের হয়ে আইপিএল খেলেছেন লিভিংস্টোন ও স্যাম কারান। তাদের বিপক্ষে ম্যাচ থাকায় ধর্মশালায় খেলেছেন বাটলারও।



ধর্মশালায় ব্যাট হাতে সেদিন তাণ্ডব চালিয়েছিলেন লিভিংস্টোন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ৪৮ বলে ৯৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সেটির পুনরাবৃত্তি করতে চান ইংলিশ এই অলরাউন্ডার। লিভিংস্টোন বলেন, ‘আমি, স্যামি (স্যাম কারান) এবং জস (বাটলার) সবাই এখানে খেলেছি। যা হয়ত আমাদের সহায়তা করবে। সেখানে আমার ভালো স্মৃতি আছে এবং আশা করি আমি সেটার পুনরাবৃত্তি করতে পারব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball