মিরাজ নিজেকে বলির পাঁঠা ভাবেনি: হাফিজ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বয়সভিত্তিক পর্যায়ে মেহেদী হাসান মিরাজ ছিলেন একজন অলরাউন্ডার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে পরিচয় বদলে যায় তার। বাংলাদেশের দলের নিয়মিত সদস্য হয়ে ওঠার সঙ্গে তিনি বনে যান স্পিনার। কিন্তু সময়ের সঙ্গে সুযোগ পেয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাটিংয়ে ঝলকও দেখাতে শুরু করেন মিরাজ।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে স্বপ্নের মতো অভিষেক হয় তার। পরের কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে বোলার তকমা নিয়েই কাটাতে হয় তাকে। মিরাজ যে ব্যাটিং করতে পারেন সেটা যেন ভুলেই যেতে বসেছিল সবাই।
যদিও ২০১৮ সালের এশিয়া কাপে সুযোগ পেয়েই নিজের ব্যাটিং সামর্থ্য দেখান তিনি। চোটের কারণে ফাইনালে খেলতে পারছিলেন না তামিম ইকবাল। লিটন দাসকে সঙ্গ দেয়ার মতো বিশ্বস্ত কোন ওপেনারকেও পাচ্ছিল না বাংলাদেশ। মিরাজকে ওপেন করিয়ে সেটার সমাধান করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে হয় সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। তবে লিটনকে যোগ্য সঙ্গই দিয়েছিলেন মিরাজ।

এরপর সময়ের সঙ্গে সঙ্গে নিজের ব্যাটিং সত্ত্বাও জাগিয়ে তুলেছেন এই ক্রিকেটার। গত বছরই আফগানিস্তানের বিপক্ষে ষষ্ঠ উইকেটে আফিফ হোসেনকে নিয়ে ১৭৪ রানের জুটি গড়ে জিতিয়েছিলেন মিরাজ। তার ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৮১ রান। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৫১ রান করে বাংলাদেশকে জেতান এই অলরাউন্ডার।
মিরাজ অপরাজিত থাকেন ৩৯ বলে ৩৮ রান করে। এরপর গেল মাসে এশিয়া কাপেও ওপেন করেছেন মিরাজ। আর চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিনে নেমে হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। সঙ্গে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথমবারের মত হয়েছেন ম্যাচ সেরাও।
নীচের দিকে ব্যাটিং করা থেকে এখন টপ অর্ডারের অন্যতম ভরসা মিরাজ। ব্যাট হাতে ভবিষ্যতে বাংলাদেশকে বড় কিছু উপহার দেয়ার চেষ্টাও আছে তার মাঝে। আর মিরাজের এই চেষ্টাই মনে ধরেছে মোহাম্মদ হাফিজের। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে আলাপকালে এই অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন হাফিজ।
এমনকি হাফিজ দাবি করেছেন, সুযোগের অপেক্ষায় থাকা মিরাজ পরিস্থিতিকে নেতিবাচক হিসেবে নেয়নি। উল্টো বলির পাঠা না হয়ে প্রতিভা দেখানোর সুযোগ পেয়ে এই অলরাউন্ডার খুশি মনে তা গ্রহণ করে নিয়েছে। তাই পুরোটাই মিরাজকে কৃতিত্ব দিচ্ছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
হাফিজ বলেন, 'আমার মনে হয় এট??? তার কৃতিত্ব, তার মধ্যে চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা আছে। সে এটা ভাবেনি যে আমাকে বলির পাঠা বানানো হচ্ছে। এটাকে সুযোগ হিসেবে নিয়েছে এবং সেটাকে কাজে লাগিয়েছে। সে হয়তো এটা ভেবে নিয়েছে যে আমার প্রতিভা দেখানোর সুযোগ এটাই।'