বিশ্বকাপে যাওয়ার আগে সাঈদ আনোয়ারের শরণাপন্ন হয়েছিলেন রিজওয়ান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি বাতিলের দাবি সাবেক পাকিস্তানি পেসারের
২১ ঘন্টা আগে
বিশ্বকাপ খেলতে পাকিস্তান এখন ভারতের মাটিতে। পাকিস্তান দলের বেশিরভাগ ক্রিকেটারেরই এর আগে ভারতে খেলার কোনো অভিজ্ঞতা নেই। ভারতের আসার আগে তাই ভারতের কন্ডিশন নিয়ে ধারণা নিতে সাঈদ আনোয়ারের শরণাপন্ন হয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভসূচনা পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন ভারতের কন্ডিশনে মানিয়ে নেয়া সহজ হবে না। এখানে মানিয়ে নিতে নিজেদের সবসময় প্রস্তুত রাখতে হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

এ প্রসঙ্গে রিজওয়ান বলেন, 'ক্রিকেটে খেলার কন্ডিশন আগে থেকে বোঝার উপায় নেই। এমনকি একটি ম্যাচের মধ্যেও। সময়ের সঙ্গে সঙ্গে পিচের আচরণ পরিবর্তন হয়। তাই সব ধরনের পরিস্থিতির জন্যই নিজেকে তৈরি থাকতে হবে। ম্যাচ অনুশীলনের কোনো বিকল্প নেই এবং এটা নেট সেশনের থেকে ভিন্নরকম।'
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
ভারতের ৫টি ভেন্যুতে নিজেদের ৯টি ম্যাচ খেলবে পাকিস্তান। ফলে ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে পাকিস্তান দলকে। ভারতের পিচে বরাবরই ব্যাটাররা বড় সুবিধা পান। এমনকি স্পিনাররাও পিচ থেকে সুবিধা নিতে পারেন। ফলে ভালো কিছুর প্রত্যাশায় তিনি।
রিজওয়ান বলেন, 'ভারতের কন্ডিশন নিয়ে প্রস্তুতি নেয়ার জন্য আমি সাঈদ আনোয়ারের সঙ্গে কথা বলেছিলাম এখানে আসার আগে। ভারতের ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য তিনি বিস্তারিত পরামর্শ দিয়েছেন। ভারতের পিচ সাধারণত ভালো। অল্প সময়ের মধ্যে এটি পরিবর্তন হতে পারে।'
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর দিকে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল পাকিস্তান। যদিও রিজওয়ান ৭৫ বলে ৬৮ রানের ইনিংস খেলে সেই বিপদ থেকে পাকিস্তানকে রক্ষা করেছেন। এই ইনিংস জুড়ে ছিল ৮টি চারের মার। এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্টের বাকি অংশেও ভালো করতে আত্মবিশ্বাসী রিজওয়ান।