promotional_ad

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কানাডা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এর আগে বেশ কয়েকবার ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল কানাডা। যদিও কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি দলটি। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবে তারা। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে দলটি।


বাছাইপর্বে বারমুডাকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করল কানাডা। হ্যামিল্টনের ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাটিং করে চার উইকেটে ১৩২ রান তোলে কানাডা। পরে অসাধারণ বোলিংয়ে বারমুডাকে মাত্র ৯৩ রানে গুঁড়িয়ে দেয় তারা।



promotional_ad

বারমুডার সমান পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করে কানাডা। যদিও রান রেটে এগিয়ে থাকায় বারমুডার চাইতে এগিয়ে আছে তারা। এ কারণেই বিশ্বকাপের টিকেট হাতে পেয়েছে দলটি।


একই গ্রুপে গ্রুপে পানামা এবং কেইম্যান আইল্যান্ডসও ছিল। যদিও এসব দেশকে টপকে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে যাচ্ছে কানাডা। এর আগে মোট চারবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় দলটি। প্রথম বিশ্বকাপ খেলে ১৯৭৯ সালে।


তারপর ২০০৩, ২০০৭ এবং সবশেষ ২০১১ সালের বিশ্বকাপে দেখা যায় দলটিকে। এরপর আর কোনো বড় আসরে খেলার সুযোগ পায়নি দলটি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।



টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মোট দশটি ভেন্যুতে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সাতটি দ্বীপ এবং যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে হবে ২০ দলের অংশগ্রহণে সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball