দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না উইলিয়ামসনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন
৬ মার্চ ২৫
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি কেন উইলিয়ামসন। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের অধিনায়কের। সংবাদ সম্মেলনে এমনটা নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ আসরে চোট পেয়ে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। ডান হাঁটুর ল??গামেন্ট ছিঁড়ে যাওয়ায় তাকে অস্ত্রোপচারও করতে হয়। ফলে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বেশ ক্ষীণ ছিল তার।

শতভাগ ফিট না হলেও বিশ্বকাপ দলে জায়গা পান কিউই অধিনায়ক। কিন্ত বিশ্ব আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না তার। তবে নিজেদের তৃতীয় ম্যাচে খেলবেন কিউই অধিনায়ক।
ডাফি-সেয়ার্সের তোপের পর সেইফার্ট ঝড়ে জিতল নিউজিল্যান্ড
১৮ মার্চ ২৫
স্টেড বলেন, 'কেন দ্রুতই সেরে উঠছে। আমি মনে করি, ফিল্ডিংই একমাত্র জায়গা যেখানে সে আরও ভালো করতে পারে। সে আস্তে আস্তে তার শরীরের ওপর ভরসা করতে পারছে। তবে সে দ্রুতই সেরে উঠছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে সে আমাদের হয়ে তৃতীয় ম্যাচে খেলতে পারবে।'
'আমাদের আজকে আরেকটি অনুশীলন আছে। অনুশীলন পর্ব শেষ করে আমরা আমাদের দল চূড়ান্ত করব। তবে কেনের বর্তমানে যে অবস্থা, আমাদের মনে হচ্ছে তৃতীয় ম্যাচ থেকেই সে টুর্নামেন্ট শুরু করতে পারবে।'
কয়েকদিন আগেই বিশ্বকাপের প্রস্ততি ম্যাচ খেলেছিল দলগুলো। সেখানে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে খেলেছেন উইলিয়ামসন। ব্যাট হাতে সেই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন কিউই দলপতি।