promotional_ad

তামিম না থাকায় ফারুকির বিপক্ষে স্বস্তির প্রশ্নে হাথুরু বললেন, অদ্ভুত প্রশ্ন

আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

ফজলহক ফারুকির বিপক্ষে তামিম ইকবালের পরিসংখ্যান সুখকর নয়। কয়েক দফায় ফারুকির বিপক্ষে ৪৬ বল মোকাবেলা করেছেন তামিম। যেখানে ৩৮টি ডট দেয়া বাঁহাতি এই ওপেনার রান করেছেন মোটে ২০। ফারুকির বিপক্ষে কয়েকবার আউটও হয়েছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। এমন বাজে পরিসংখ্যানের কারণে আফগানদের বিপক্ষে তামিমকে ছাড়াই খেলতে নামার পরিকল্পনা এঁটেছিল বাংলাদেশ।


দলের এমন প্রস্তাব মেনে নিতে পারায় পরবর্তীতে তাকে জানানো হয় তিনি খেললেও নিচের দিকে ব্যাটিং করতে হবে। এমন ঘটনায় শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকেই নিজেকে সরিয়ে নেন তামিম। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে ঘুরে ফিরে এলো তামিমকে ঘিরে প্রশ্ন।



promotional_ad

তামিম না থাকায় বিশ্বকাপে ফজলহক ফারুকির বিপক্ষে খেলাটা বাংলাদেশের জন্য স্বস্তির হবে কিনা এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল চান্ডিকা হাথুরুসিংহের কাছে। বাংলাদেশের প্রধান কোচ প্রশ্ন উত্তরে জানান এটি একটি অদ্ভুত প্রশ্ন। এদিকে কয়েক বছর ধরে আফগানিস্তানের হয়ে ভালো করা ফারুকির প্রশংসা করেছেন তিনি।


হাথুরুসিংহে বলেন, ‘অদ্ভূত প্রশ্ন। আপনি এমন একজনের ব্যাপারে জানতে চেয়েছেন যে এখানে না। আমি জানি না এই প্রশ্নের কী উত্তর দেবো। ফারুকী ভালো বোলার। যেই তাকে খেলুক না কেন, তাতে কিছু যায় আসে না। আফগানিস্তানের জন্য কয়েক বছর ধরে ভালো করছে। যে তাকে খেলবে, তার প্রতি সম্মান দিতেই হবে।’


ওপেনিংয়ে লিটন দাস বাংলাদেশের জন্য অটো চয়েজ। বিশ্বকাপ দলে বিশেষজ্ঞ ওপেনার হিসেবে লিটন ছাড়া আছেন কেবল তানজিদ হাসান তামিম। অনুমেয়ভাবে তাদের দুজনেরই ইনিংসের গোড়াপত্তন করার কথা। তবে মেহেদি হাসান মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগাচ্ছে বাংলাদেশকে।



এশিয়া কাপে ওপেন করতে নেমে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মিরাজ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে উপরের দিকে ব্যাটিং করেও পেয়েছেন সাফল্য। মেইকশিফট ওপেনার হিসেবে মিরাজ নাকি নিয়মিত ওপেনার হিসেবে খেলবেন তানজিদ তামিম। এমন প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে। হাথুরুসিংহের কাছে জানতে চাইলে তিনি জানান, ম্যাচের দিন সকালে সব চূড়ান্ত করা হবে।


ওপেনিং নিয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমাদের দুটি বিকল্প আছে আপনি যেমন বলেছেন। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকবো। আমরা দেখবো আগামীকাল আমরা আগে ব্যাট করবো নাকি পরে, এরপর সিদ্ধান্ত নেবো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball