আফগানিস্তান সিরিজ হারের দায় পুরোপুরি তামিমের, বলছেন সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোলিং পরীক্ষায় পাশ সাকিব
৫ ঘন্টা আগে
ঘরের মাঠে বরাবরই দুর্দান্ত দল বাংলাদেশ। অথচ এবছর তারাই আফগানিস্তানের কাছে নিজেদের মাটিতে সিরিজ হারে। যা আফগানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ হার। এমন হারের জন্য পুরো দায় তামিম ইকবালকে দিচ্ছেন সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে নিজের ফিটনেস নিয়ে মিডিয়ায় কথা বলেছিলেন তামিম। শতভাগ ফিট না থেকেও ম্যাচ খেলার কথা বলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যা নিয়ে চান্ডিকা হাথুরুসিংহের প্রশ্নের মুখে পড়তে হয় নাজমুল হাসান পাপনকে।

বোর্ড সভাপতি এসব মিডিয়াতে বলায় পরিস্থিতি আরও বিগড়ে যায়। ফলে প্রথম ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। পরের দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন দাস। শেষ ম্যাচ বাংলাদেশ জিতলেও সিরিজ হার এড়ানো যায়নি। এসব কিছুর তামিমকে দায় দিচ্ছেন সাকিব।
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
টি স্পোর্টসের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আফগানিস্তানের সাথে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনকে দায় দেব, অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই কামব্যাক করেছি কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারও দায় না, পুরো সিরিজটায় দায় একজনের উপর।’
সিরিজের মাঝ পথে কিংবা এক ম্যাচ খেলার পর আবেগের বশে অধিনায়কত্ব ছেড়েছেন এমন ঘটনা ক্রিকেট বিশ্বে কমই দেখা গেছে। সাকিব জানান, এমন ঘটনা তিনি তার জীবনে প্রথমবার দেখলেন। তামিম সেই সময় নেতৃত্ব ছাড়ায় তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের অধিনায়ক।
সাকিব বলেন, ‘বিশ্বের কোথাও অন্তত দেখিনি যে এক ম্যাচ পরেই এরকম অধিনায়ক এসে ইমোশনালি বলে ফেলে যে আমি ভাই খেলব না আর ক্রিকেট। এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। আমি এর আগে দেখিনি কখনও।’
‘আমার ধারণা এরকম যদি কোন অধিনায়ক দায়িত্ববোধ থাকত সে এটা করতে পারত না। আমার কাছে মনে এটা দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনও রিকোভার করতে সময় লাগছে যেটা আমি অনুভব করি।’