promotional_ad

বিশ্বকাপে অক্ষরের বদলি অশ্বিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

অবশেষে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেলেন রবিচন্দ্রন অশ্বিন। সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। চোট সেরে না ওঠায় তাকে ছাড়াই ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত।


তার বিকল্প হিসেবেই বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অশ্বিন। ফলে বিশ্বকাপে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে বিশ্বকাপে খেলতে দেখা যাবে এই অফ স্পিনারকে। সর্বশেষ এশিয়া কাপে ভারতের দলে ছিলেন না অশ্বিন।



promotional_ad

এমনকি তাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়। এর মধ্যে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে দলে ডাকা হয়। তিন ম্যাচ সিরিজের দুটিতে খেলে ৪ উইকেট শিকার করেছেন এই স্পিনার। এর মধ্যে প্রথম ম্যাচে ৪৭ রানে একটি ও দ্বিতীয় ম্যাচে ৪১ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি।


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১১ মার্চ ২৫
বরুণ চক্রবর্তী, আইসিসি

এমন পারফরম্যান্সই বিশ্বকাপের জন্য দরজা খুলে দিয়েছে তার। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। যদিও স্বাগতিক ভারতের বিশ্বকাপ শুরু হবে ৮ অক্টোবর থেকে। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার দল।


দ্বিতীয় ম্যাচে তারা মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। ১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামবে ভারত। ৫ নভেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষেই অশ্বিনকে বিশ্বকাপ দলে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন রোহিত।



তিনি বলেছিলেন, 'অশ্বিন উঁচু মানের ক্রিকেটার এবং তার অনেক অভিজ্ঞতা রয়েছে। এমনকি সে চাপ ধরে রাখতে পারে। সে এক বছর কোনো ওয়ানডে খেলেনি। কিন্তু এর মানে এই নয় যে তার মান পড়ে গেছে। সে বছরের পর বছর ধরে অভিজ্ঞতা অর্জন করেছে এবং শেষ কয়েক ম্যাচে সে কেমন বল করেছে আমরা দেখেছি। তার বোলিংয়ে অনেক ভ্যারিয়েশন আছে।'


ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক) শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ইশান কিশন, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball