promotional_ad

ভারতের উইকেট নিয়ে গবেষণা করছেন বাবররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম

১৭ মার্চ ২৫
পাকিস্তান দল ও ইনজামাম উল হক

রাজনৈতিক দ্বন্দ্বে এক দশকের বেশি সময় কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। বড় কোনো টুর্নামেন্ট ছাড়া দেখাও হয়না দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ফলে ২০১৬ সালের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছে দলটি। দীর্ঘ ৭ বছরে দলে এসেছে বিশাল পরিবর্তন। ফলে বর্তমান পাকিস্তান দলে মাত্র দুজন ক্রিকেটার ছাড়া ভারতের খেলার পূর্ব অভিজ্ঞতা নেই কারো। ফলে কন্ডিশন নিয়ে গবেষণাই দলটির ভরসা।


বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়ার আগে ভিসা জটিলতার মুখে পড়তে হয় বাবরদের। পাকিস্তান থেকে ভারতের সরাসরি কোনো ফ্লাইট নেই। ফলে ২৫ সেপ্টেম্বর দুবাই হয়ে ভারতে যাওয়ার কথা ছিল পাকিস্তানের। পরিকল্পনা অনুযায়ী দলের দৃঢ়তা বৃদ্ধির জন্য দুবাইতে দুদিন সময় কাটানোর কথা ছিল দলটির। কিন্ত ভিসা জটিলতায় সেটা আর হয়নি। ফলে ২৮ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে বিমান ধরবে পাকিস্তান।



promotional_ad

পরের দিন (২৯ সেপ্টেম্বর) হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবে পাকিস্তান। দলের দুই ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ ও আঘা সালমান ছাড়া বাকি সকল ক্রিকেটারদের জন্য এটাই হবে ভারতের মাটিতে খেলা প্রথম কোনো ম্যাচ। ফলে সাধারণভাবেই কন্ডিশন নিয়ে কোনো ধারণা নেই দলটির। তবে অধিনায়ক জানিয়েছেন তারা কন্ডিশন নিয়ে গবেষণা করেছেন।


আরো পড়ুন

‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস

৩ ঘন্টা আগে
অনুশীলনে পাকিস্তান দল, ফাইল ফটো

বাবর বলেন, 'যদিও এর আগে আমরা ভারতে খেলিনি। তবে এর জন্য আমরা খুব বেশি চাপ নিচ্ছি না। আমরা কন্ডিশন নিয়ে গবেষণা করেছি। যতটুকু আমরা শুনেছি যে তাদের কন্ডিশন অন্যান্য এশিয়ান দেশগুলোর মতই। তবে এবার (ভারতে) অধিনায়ক হিসেবে ভারতে সফর করা আমার জন্য বেশ সম্মানের। আশা করি আমরা শিরোপা নিয়েই দেশে ফিরব।'


বিশ্বকাপের পাকিস্তানের মিশন শুরু হতে যাচ্ছে ৬ অক্টোবর নেদারল্যান্ডের বিপক্ষে। তবে ১৪ অক্টোবর দলটির সবথেকে বড় পরীক্ষা। সেদিন আহমেদাবাদে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবর-শাহীন আফ্রিদিরা। বড় ম্যাচকে নিয়েও পরিকল্পনা করেছেন অধিনায়ক। দলের ডানহাতি এই ব্যাটার নিজেকে প্রস্তত করেছেন। তবে নিজের পারফরম্যান্স নয় দলের জয়ে ভূমিকা রাখাই তার লক্ষ্য।



বাবর আরও বলেন, 'আমি আহমেদাবাদে খেলার জন্য মুখিয়ে আছি। সেটা বিশাল বড় একটি ম্যাচ। আমি নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার সর্বোচ্চ চেষ্টা করব। অবশ্য আমি ব্যক্তিগত প্রশংসা নিয়ে চিন্তিত নই। তবে আমি নিশ্চিত করতে চাই যে আমি যাই করি কেন সেটা যেনো দলের ফলাফল সাহায্য করে… কোনো একটা সফর সামনে আসলেই আমি নিজেকে সময় দেই। কাদের বিপক্ষে খেলতে হবে সেই অনুযায়ী নিজেকে তৈরি করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball