promotional_ad

বিশ্বকাপ খেলার সবুজ সংকেত পেলেন সাউদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

উইলিয়ামসনের ফর্ম দেখে সাউদির উচ্ছ্বাস

১৬ ফেব্রুয়ারি ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন

গত সপ্তাহের বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডান হাতের বুড়ো আঙ্গুলে অস্ত্রোপচার করিয়েছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ক্যাচ লুফে নিতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। জানা গেছে, দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। দলের সঙ্গে যোগ দিতে এরই মাঝে সবুজ সংকেত দেয়া হয়েছে তাকে।


দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এমন একটি আসর শুরুর আগে সাউদির অস্ত্রোপচার নিয়ে দোটানায় ছিল নিউজিল্যান্ড।



promotional_ad

কয়েকদিন আলোচনার পর শেষমুহূর্তে অস্ত্রোপচারের মাধ্যমেই সাউদির এই ইনজুরি সারানোর সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তারা মনে করছে, নির্ধারিত সময়ের আগেই খেলার মতো ফিট হবেন সাউদি।


আরো পড়ুন

‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস

৩ ঘন্টা আগে
অনুশীলনে পাকিস্তান দল, ফাইল ফটো

আর সাউদি যদি ফিট না হন, সেক্ষেত্রে বিকল্প হিসেবে কাইল জেমিসনকে দলের সঙ্গে যুক্ত করছে নিউজিল্যান্ড। যদিও বিষয়টি 'অফিসিয়াল' হিসেবে রাখছে না তারা।


নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, 'এই সপ্তাহের শেষদিকে ব্ল্যাকক্যাপসদের দলে যোগ দেয়ার জন্য টিম সাউদিকে অনুমতি দেয়া হচ্ছে। ডান হাতের বৃদ্ধা আঙুলিতে অপারেশনের পর সে দ্রুতই সুস্থ হয়ে উঠছে। বাড়তি সতর্কতা হিসেবে পেসার কাইল জেমিসনকেও ভারতে বিশ্বকাপ দলে পাঠানো হচ্ছে।'



বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। নিশ্চিতভাবেই এই দুটি ম্যাচে খেলবেন না সাউদি। খেলবেন না জেমিসনও।


'জেমিসনের অন্তর্ভুক্তি অফিসিয়াল নয়। সে বিশ্বকাপের আগে কোনো ওয়ার্ম-আপ ম্যাচেও খেলবে না। শুক্রবার পাকিস্তান এবং সোমবার সাউথ আফ্রিকার বিপক্ষে তাকে পাওয়া যাবে না। সাউদি যদি ফিট থাকে তাহলে সে তার চতুর্থ ৫০ ওভারের বিশ্বকাপ খেলবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball