promotional_ad

তামিমকে বিশ্বকাপে মিস করবেন শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। অভিজ্ঞ এই ওপেনার দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরলেও এক ম্যাচ খেলেই বিশ্রামে গেছেন এই বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় ওয়ানডের পর এই ব্যাটার নিজেই জানিয়েছিলেন ব্যাটিংয়ের সময় অস্বস্তির কথা।


অভিজ্ঞ এই ব্যাটারকে বিশ্বকাপে বাংলাদেশ দল মিস করবে বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছেন তিনি। এই টপ অর্ডার ব্যাটার জানিয়েছেন তামিমের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি।



promotional_ad

বিশ্বকাপের দল নিয়ে শান্ত বলেন, 'আলহামদুলিল্লাহ দল ভালো হয়েছে। তামিম ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে খেলছি আমরা। তিনি বাংলাদেশ দলকে অনেকদিন সার্ভিস দিয়েছেন। হয়তো ভবিষ্যতে আরও দেবেন। অবশ্যই তাকে মিস করবো। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। অবশ্যই তাকে মিস করবো।'


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

গত এক বছর ধরেই ব্যাট হাতে স্বপ্নের মতো ফর্ম কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। চলতি বছর ১৫ ওয়ানডেতে ৪৯.৮৫ গড়ে শান্ত করেছেন ৬৯৮ রান। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি। এ ছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন শান্ত।


৫ ম্যাচ খেলে করেছিলেন ১৮০ রান। সামনে আরেকটি বিশ্বকাপ। শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল এবারের বিশ্বকাপে তার লক্ষ্য কী। শান্ত জানিয়েছেন ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে ভাবছেন না তিনি। দলীয় পারফরম্যান্স ভালো হলেই খুশি হবেন এই ব্যাটার।



তিনি বলেন, 'ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্ব প্রতিদিন রান করা। স্বপ্নের মতো বলবো না। এরকমই হওয়া উচিত। এর থেকেও ভালো হওয়া উচিত। এর থেকেও ভালো হওয়া সম্ভব। আরও উন্নতি করার চেষ্টা করছি। যেন লম্বা সময় ধরে ভালো খেলতে পারি।'


'আমার হাইয়েস্ট রান করা আসলে ম্যাটার করে না যদি না দল ভালো করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা কিন্তু সেমিফাইনালে খেলিনি। দল হিসেবে আমরা এতো ভালো ফলাফল করিনি। আমি ব্যক্তিগতভাবে একক পারফরম্যান্স গনায় ধরি না। আমাদের টিমের কেউও না। এইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা জিতছি কিনা, দল হিসেবে আমরা ভালো করছি কিনা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball