promotional_ad

আউট করে ফিরিয়ে আনা ভালো দেখায় না, মানকাড প্রসঙ্গে তামিম

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

বোলার বল ছাড়ার আগে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে বোলার চাইলেই স্টাম্প ভেঙে ব্যাটারকে আউট করতে পারবেন। এমন নিয়মের বৈধতা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। যদিও স্পিরিট অব ক্রিকেটের কথা বলে অনেকে মানকাড আউটের বিপক্ষে কথা বলেন। তামিম ইকবাল অবশ্য মনে করেন, এটি বোল্ড আউটের মতোই। সেই সঙ্গে তামিম জানিয়েছেন, একবার আউট করে ব্যাটারকে ফিরিয়ে আনা ভালো দেখায় না।


বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেতে মানকাডের ঘটনা ঘটে। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৬তম ওভারের এমন ঘটনার দেখা মেলে। বোলিং প্রান্ত থেকে দৌড়ে এসে নিজের অ্যাকশন পূর্ণ না করে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন হাসান। আম্পায়ার মারাইস এরাসমাস সিদ্ধান্ত নিতে টিভি আম্পায়ারের দ্বারস্থ। ক্রিকেটের নিয়ম মেনে নীতিন মেনন অবলায় আউট দিয়েছেন ইশ সোধিকে।



promotional_ad

নিউজিল্যান্ডের এই টেইলএন্ডার ব্যাটার হাসতে হাসতে মাঠ ছাড়ছিলেন। সেই সময় হেলমেটে ব্যাট দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছিলেন। এমন সময় এরাসমাসের কাছে গিয়ে আবেদন তুলে নেয়ার প্রস্তাব দেন অধিনায়ক লিটন। আম্পায়ারের ডাকে আবারও ব্যাটিংয়ে ফেরেন সৌধি। খুশিতে মাঠে ঢুকে হাসানকে জড়িয়ে ধরেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার।


আরো পড়ুন

এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী

৫ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

অনেকে মনে করেন এমন আউট করার আগে ব্যাটারদের সতর্ক করা উচিত। তামিম অবশ্য এমন কথা মানতে নারাজ। তামিম বলেন, ‘ এখানে ওয়ার্নিংয়ের কিছু নেই। বোল্ড আউটের মতোই। হয়তো তখন অধিনায়ক ভেবেছে আমরা নেব না, এ কারণেই আমরা নেই নাই। এখানে ঠিক বা ভুল নেই। হয় আপনি করবেন, তাতেও ভুল নেই। যদি না করেন, তাতেও ভুল নেই। এটা দলের সিদ্ধান্ত। আমাদের এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, করব কি করব না। কারণ সামনে (এমন) আরও দেখা যাবে।’


একার আউট করে ফিরিয়ে না ভালো দেখায় না বলে জানান বাঁহাতি এই ওপেনার। তামিম বলেন, ‘এটা একটা দলীয় সিদ্ধান্ত। আজকের ঘটনার পর আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাদের যদি দলীয় সিদ্ধান্ত হয়, আমরা এ ধরনের উইকেট নেব তাহলে নেব, নইলে নেব না। কারণ এটা ভালো দেখায় না, একবার আউট করার পর আবার ফিরিয়ে নিয়ে আসা।’



সোধি যখন আউট হয়েছিলেন তখন তিনি ছিলেন ১৭ রানে। দ্বিতীয়বার ব্যাটিংয়ের সুযোগ পাওয়া তিনি আরও ১৮ রান যোগ করেন। সব মিলিয়ে ৩ ছক্কায় খেলেছেন ৩৫ রানের ক্যামিও ইনিংস। সোধির ব্যাটের উপর ভর করে ২৫৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। আউট হওয়ার পরও ফিরিয়ে আনায় বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন সোধি।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেখেন, এসব মুহূর্তে সবাই ম্যাচ জয়ের কথাই ভাবে। আমি একটু উইকেটের বাইরে ছিলাম। তবে বাংলাদেশকে ধন্যবাদ দিতেই হয় ওরা যেভাবে আমাকে ফিরিয়ে এনেছে। তা প্রশংশার যোগ্য। আমি আসলে তো অতো ভালো ব্যাটার না। তবে ধন্যবাদ দিতে চাই। এই রকম পরিস্থিতিতে হয়তো আমরাও এটা করতে পারতাম। লিটন আমাকে ফিরিয়েছিল, আমি এসে হ্যান্ডশেক করেছি, জরিয়ে ধরেছি। সবাই ম্যাচ জয়ের জন্যই খেলে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball