দুই সিনিয়র ছাড়া অন্য কেউ ভালো করেনি: লিটন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী
৫ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটে-বলে কিউইদের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। টসে হেরে বোলিংয়ে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে কিউইদের চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ।
সেখান থেকেই দলটিকে টেনে তুলেছেন হ্যানরি নিকোলস ও টম ব্লান্ডেল। দুজনে জুটি গড়েছিলেন ৯৫ রানের। শেষের দিকে নিউজিল্যান্ডের রান বাড়িয়েছেন ইশ সোধি ও কাইল জেমিসন। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটাররাই ম্যাচ বের করে নিয়েছে।

এ প্রসঙ্গে লিটন বলেন, '৪০ ওভারের আগ পর্যন্ত আমরা ম্যাচেই ছিলাম। তাদের লোয়ার অর্ডার ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছে। উইকেট ব্যাটিংয়ের জন্য খারাপ ছিল না। আমরা ব্যাটিং ভালো করিনি।'
‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস
১৫ ঘন্টা আগে
কিউইদের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। দলীয় ১৯ রানেই তারা হারায় লিটন দাসের উইকেট। এরপর দলীয় ৬০ থেকে ৭০ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ।
স্বাগতিকদের হয়ে এদিন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। পিঠের চোট কাটিয়ে ফেরা তামিম ৫৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৭৬ বলে ৪৯ রান।
অভিজ্ঞ দুই ব্যাটারের প্রশংসা করে লিটন বলেন, 'আমি বলতে চাই তাদের লোয়ার অর্ডার ব্যাটাররা ৪০-৫০ রান করেছে। আমাদের দুই সিনিয়র (তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ) দারুণ ব্যাটিং করেছে বাকিদের পারফরম্যান্স ছিল গড়পড়তা।'