promotional_ad

বিপিএলের ড্রাফটে ৪৪৩ বিদেশি, সর্বোচ্চ ক্যাটাগরিতে গ্র্যান্ডহোম-শানাকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চিটাগংয়ের কাছে এখনও ৫০ শতাংশ পারিশ্রমিক পাওনা শরিফুল-ইমনদের

১৪ মার্চ ২৫
চিটাগং কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। যদিও এর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গোছানো শুরু করে দিয়েছে। প্রায় সবকটি ফ্র্যাঞ্চাইজিই তারকা বিদেশি ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ভিড়িয়েছে।


যদিও ভারসাম্যপূর্ণ দল গড়তে ড্রাফটের ওপরই অনেকাংশে নির্ভর হতে হবে দলগুলোকে। বিপিএলের খেলার জন্য ৪৪৩জন বিদেশি ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছেন। তাদের ভাগ করা হয়েছে মোট ৫টি ক্যাটাগরিতে। 'এ' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলার করে।


'বি' ক্যাটাগরীতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ডলার। 'সি' ক্যাটাগরির বিদেশি ক্রিকেটাররা পাবেন ৪০ হাজার ডলার করে। এ ছাড়া 'ডি' ক্যাটাগরির ক্রিকেটাররা ৩০ ও 'ই' ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ২০ হাজার ডলার করে।


সর্বোচ্চ ক্যাটাগরি 'এ' তে আছেন মোট ১৬ জন ক্রিকেটার। এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম, অ্যাডাম লিথ, শান মাসুদ, অ্যাঞ্জেলো ম্যাথুস ও হায়দার আলীর মতো ক্রিকেটার। 'বি' ক্যাটারিতে আছেন রায়ান বার্ল, হজরতউল্লাহ জাজাই, উসমান কাদির ও ইয়াসির শাহর মতো ক্রিকেটার।



promotional_ad

ড্রাফটে থাকা বিদেশি ক্রিকেটাররা-


ক্যাটেগরি  ‘এ’ : কলিন ডি গ্রান্ডহোম (নিউজিল্যান্ড), অ্যাডাম লিথ (ইংল্যান্ড), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ইজহারুল হক নাভিদ (আফগানিস্তান), শান মাসুদ (পাকিস্তান), জেমি ওভারটন (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), কুশাল মেন্ডিস (শ্রীলঙ্কা), দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা), লাহিরু কুমারা (শ্রীলঙ্কা), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), অভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা), চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা) ও হায়দার আলী (পাকিস্তান)।


ক্যাটেগরি  ‘বি’ : রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ) , ম্যাথু পটস (ইংল্যান্ড), ওয়াকার সালামখিল (আফগানিস্তান), হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সামিত প্যাটেল (ইংল্যান্ড), উসমান কাদির (পাকিস্তান) অ্যাডাম রসিংটন (ইংল্যান্ড), জর্ডান ক্লার্ক (ইংল্যান্ড), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসামা মীর (পাকিস্তান), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), ইয়াসির শাহ (পাকিস্তান)।


ক্যাটেগরি ‘সি’ : (উল্লেখযোগ্য নাম) স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), স্মিত প্যাটেল (যুক্তরাষ্ট্র), জর্জ ডকরেল (আয়ারল্যান্ড), স্যাম অ্যালেকজান্ডার (ইংল্যান্ড), ডমিনিক বেস (ইংল্যান্ড), ড্যানিয়েল জেমস (ইংল্যান্ড), বেঞ্জামিন জর্জ গ্রীন (ইংল্যান্ড), রেইমন রেইফার (ওয়েস্ট ইন্ডিজ), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), ফাওয়াদ আহমেদ (অস্ট্রেলিয়া), ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), এনক্রুমাহ বোনার (ওয়েস্ট ইন্ডিজ), রস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ), লুথো সিপাম্লা (দক্ষিণ আফ্রিকা), ডুয়াইন ওলিভার (দক্ষিণ আফ্রিকা), অ্যান্ডুর টার্নার (ইংল্যান্ড), হারদুস ভিলজয়েন (দক্ষিণ আফ্রিকা), পল ওয়াল্টার (ইংল্যান্ড), জো ডেনলি (ইংল্যান্ড), অ্যাডাম হোজ (ইংল্যান্ড), উসমান শিনওয়ারি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), লুক ওয়েলস (ইংল্যান্ড), মাইকেল রিপ্পন (নিউজিল্যান্ড), জ্যাক লিনিং (ইংল্যান্ড), স্টেফেন ইসকিনাজি (ইংল্যান্ড), নিক হবসন (অস্ট্রেলিয়া)।


জ্যাক বল (ইংল্যান্ড), শেন উইলিয়ামস (জিম্বাবুয়ে), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কামরান আকমল (পাকিস্তান), রস হোয়াইটলি (ইংল্যান্ড), জ্যাকস স্নিম্যান (দক্ষিণ আফ্রিকা), দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা), জ্যাক লিনটট (ইংল্যান্ড), ওয়াফাদার মোমান্দ (আফগানিস্তান), দৌলত জাদরান (আফগানিস্তান), মুহাম্মদ ওয়াসিম (আমিরাত), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), আসেন বান্দারা (শ্রীলঙ্কা), আরশাদ ইকবাল (পাকিস্তান), গ্রান্ট স্টেওয়ার্ট (ইংল্যান্ড), জেমস ফুলার (ইংল্যান্ড), সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা), আসিথা মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা), দুনিথ ওয়েলালাগে (শ্রীলঙ্কা), হারিস সোহেল (পাকিস্তান), মোহাম্মদ ইমরান (পাকিস্তান), আব্দুল্লাহ শফিক (পাকিস্তান), জন সিম্পসন (ইংল্যান্ড), উমাইদ আসিফ (পাকিস্তান), আমির ইয়ামিন (পাকিস্তান), আমাদ বাট (পাকিস্তান), সালিম গুল (পাকিস্তান), আকিব জাভেদ (পাকিস্তান), আহমেদ দানিয়াল (পাকিস্তান)।



ক্যাটেগরি ‘ডি’ : (উল্লেখযোগ্য নাম) জর্জ মাঞ্জি (স্কটল্যান্ড), কাইল স্মিথ (ইংল্যান্ড), বেঞ্জামিন এলিসন (ইংল্যান্ড), রবিন দাস (ইংল্যান্ড), ডেভিড লেনহ্যাম (ইংল্যান্ড), গ্র্যান্ড হ্যারিসন (ইংল্যান্ড), শেন স্নেটার (ইংল্যান্ড), শ্যালমি পার্নেল (ওয়েস্ট ইন্ডিজ), মাইকেল ফ্রিউ (ওয়েস্ট ইন্ডিজ), ভাস্কর ইয়াদ্রাম (ওয়েস্ট ইন্ডিজ), কিমানি মেলিয়াস (ওয়েস্ট ইন্ডিজ), আশমেদ রোমানো (ওয়েস্ট ইন্ডিজ), কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), কেভিন ভিকহ্যাম (ওয়েস্ট ইন্ডিজ), কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), শেন ডওরিচ (ওয়েস্ট ইন্ডিজ), লিওনার্দো জেসুস (ওয়েস্ট ইন্ডিজ), হেইডেন ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ), রন্সফোর্ফ বিটন (ওয়েস্ট ইন্ডিজ), ড্যানিয়েল জন (ওয়েস্ট ইন্ডিজ)।


শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ), ক্যামেরন ডেলপোর্ট (ইংল্যান্ড), উসমান গনি (আফগানিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান), সালমান আলি আগা (পাকিস্তান), লরকান টাকার (আয়ারল্যান্ড), ম্যাট পার্কিংসন (আয়ারল্যান্ড), ইহসান আদিল (পাকিস্তান), বেন কাটিং (অস্ট্রেলিয়া), প্রবাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু বালবির্নি (আয়ারল্যান্ড), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), ম্যাক্স ও'ডাউড (নেদারল্যান্ডস), মার্ক ওয়াট (স্কটল্যান্ড), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), হাম্মাদ আজম (যুক্তরাষ্ট্র), উমর আকমল (পাকিস্তান), রুম্মান রইস (পাকিস্তান), জাহিদ মেহমুদ (পাকিস্তান) ও শ্যানন গ্যাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ)।


ক্যাটেগরি ‘ই’ : (উল্লেখযোগ্য নাম) এই ক্যাটেগরির উল্লেখযোগ্য কয়েকজন ক্রিকেটার হলেন- জশুয়া ডি সিলভা (ওয়েস্ট ইন্ডিজ), হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড), উন্মুক্ত চাঁদ (যুক্তরাষ্ট্র), ক্রেইগ আরভিন (জিম্বাবুয়ে), জাফর গওহার (পাকিস্তান), সালিম শফি (আফগানিস্তান), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), শরাফউদ্দিন আশরাফ (আফগানিস্তান), ব্রেন্ডন ম্যাকমুলেন, সোহেল তানভির (পাকিস্তান), মিনোদ ভানুকা (শ্রীলঙ্কা), রোহাইল নাজির (পাকিস্তান), সরফরাজ আহমেদ (পাকিস্তান), রমেস মেন্ডিস (শ্রীলঙ্কা) ও শাহান আরাচিগে (শ্রীলঙ্কা)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball