ইংল্যান্ডকে না করলেন রয়, যেতে পারেন অবসরে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএল খেলতে সিলেটে পা রাখলেন জেসন রয়
৭ জানুয়ারি ২৫
প্রাথমিক স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে যাওয়া হচ্ছে না জেসন রয়ের। হ্যারি ব্রুককে জায়গা দিতে ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ হয়েছে তাকে। এমন সিদ্ধান্তের পর আয়ারল্যান্ড সিরিজে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রয়। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ৩৩ বছর বয়সী এই ওপেনার। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল।
অফ ফর্মের কারণে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি রয়। তবে এবারের ওয়ানডে বিশ্বকাপ খেলার দৌড়ে বেশ ভালোভাবেই ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সাউথ আফ্রিকা ও বাংলাদেশ সফরে সেঞ্চুরি করে বিশ্বকাপ খেলার দাবিটা আরও জোরালো করে রেখেছিলেন তিনি।

যার ফলে বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন রয়। যদিও শেষ মুহূর্তে উল্টে গেছে পাশার দান। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। তার বদলি হিসেবে টপ ওপেনিংয়ে জায়গা পেয়ে বাজিমাত করেছেন ডেভিড মালান।
বুমরাহর আর ‘চমক’ নেই, ধারণা ডাকেটের
২০ মার্চ ২৫
শেষ দুই ম্যাচে ব্রুককে সুযোগ দেয়া হলেও সেভাবে জ্বলে উঠতে পারেননি। তবুও রয়কে বিশ্বকাপ দলে ব্রুককেই বেছে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ দলে থেকে বাদ পড়া রয় ছিলেন ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে। প্রথম ওয়ানডেতে বৃষ্টিতে ভেসে গেলেও আরও দুটি ম্যাচ বাকি। যেখানে খেলার সুযোগ থাকলেও ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
আয়ারল্যান্ড সিরিজ না থাকলেও বিশ্বকাপের জন্য টপ অর্ডারের ব্যাকআপ হিসেবে থাকবেন রয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসিবির নির্বাচক লুক রাইট। তবে দলের সঙ্গে ভারত যাওয়া হবে না তার। বিশ্বকাপ চলাকালীন দেশেই থাকবেন রয়। দলের প্রয়োজন হলেই কেবল ভারতে যাবেন তিনি।
এদিকে ডেইলি মেইল জানিয়েছে, অবসরের ঘোষণাও দিয়ে দিতে পারেন রয়। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বার্ষিক চুক্তিতে যেতে পারেন ডানহাতি এই ওপেনার। কিছুদিন আগে খবর বেরিয়েছিল বার্ষিক চুক্তির জন্য রয়কে প্রস্তাব দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।