দলে ফিরেও খেলা হচ্ছে না ম্যাক্সওয়েল-স্টার্কের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স
২৫ ফেব্রুয়ারি ২৫
চোট কাটিয়ে ভারত সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। দলে ফিরলেও সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না তারকা এই দুই ক্রিকেটারের। তবে চোট কাটিয়ে ফেরা প্যাট কামিন্স খেলবেন প্রথম ম্যাচ থেকেই।
অ্যাশেজ সিরিজ চলাকালীন চোটে পেয়েছিলেন কামিন্স। ফিল্ডিং করার সময় রান আউটের চেষ্টা করতে গিয়ে কবজিতে আঘাত পেয়েছিলেন এই অজি অধিনায়ক। যে কারণে সাউথ আফ্রিকা সফরে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে বিশ্বকাপের প্রস্তুতি সারতে ভারতের সিরিজে খেলবেন তিনি।

চোট থেকে সেরে উঠায় প্রথম ম্যাচ থেকেই খেলবেন তারকা এই পেসার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কামিন্স। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বেশ ভালো অনুভব করছি। আমার কবজির ব্যথা ভালো হয়েছে। আশাকরি আগামীকাল খেলবো। এমনকি সিরিজের তিনটি ম্যাচেই খেলবো।’
আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না: শহীদি
২৮ ফেব্রুয়ারি ২৫
কামিন্সের মতো প্রথম ওয়ানডেতে খেলবেন সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া স্টিভ স্মিথ। তবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলা হবে না ম্যাক্সওয়েল ও স্টার্কের। গতবছর নভেম্বরে পায়ের গোঁড়ালিতে চোটে পেয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন ম্যাক্সওয়েল।
সম্প্রতি সেই ব্যথা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছি। এর আগে অবশ্য সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছিলেন তিনি। ম্যাক্সওয়েলকে ফেরানো হয় ভারত সফরে। তবে সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামা হচ্ছে না তার।
এদিকে বাঁহাতি পেসার স্টার্ক চলতি বছর অ্যাশেজ চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন। ফলে সাউথ আফ্রিকা সফরে যেতে পারেননি তিনিও। থাকছেন না ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও। তবে কামিন্স আশা করছেন সিরিজের পরের দুই ম্যাচে ফিরতে পারেন তারা।
কামিন্স বলেন, ‘স্টার্কি (স্টার্ক) আগামীকাল খেলবে না। তবে আশা করি তাকে সিরিজের পরবর্তী সময়ে পাওয়া যাবে। গ্লেন ম্যাক্সওয়েলও তাই ... সে (স্টার্ক) সিডনিতে ফিরেই বোলিং করছে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। সে আজ অথবা কাল বোলিং করবে এবং (সম্পূর্ণ ভাবে) সেরে উঠবে। গ্লেন ম্যাক্সওয়েলের (দলে ফেরার) ক্ষেত্রেও একই রকম সময়সীমা রয়েছে।’