ফাইনালে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে বোলারদের শীর্ষে সিরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দল নির্বাচন নয়, কেবল পারফরম্যান্সেই মনোযোগ সিরাজের
৯ ঘন্টা আগে
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে একাই ধ্বস নামান মোহাম্মদ সিরাজ। মাত্র ২১ রানে ৬ উইকেট নিয়ে ঘরের মাঠে লঙ্কানদের বিধ্বস্ত করেছেন এই পেসার। ম্যাচ শেষে ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এবার সেই পারফরম্যান্সে ভর করেই ৯ ধাপ এগিয়ে ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে আসলেন এই পেসার।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন সিরাজ। টুর্নামেন্টে চার ইনিংসে বোলিং করে দশটি উইকেট নিয়েছেন তিনি। তবে গত রবিবার (১৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে আগুন ঝরানো বোলিং করেছেন ২৯ বছর বয়সী এই পেসার। তার বোলিং তোপে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

ফাইনালে টস জিতে আগে বোলিং নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারেই কুশল পেরেরাকে ফিরিয়ে লঙ্কানদের ভালো শুরু পেতে দেননি জসপ্রিত বুমরাহ। এরপর বাকি ম্যাচটি ছিল মোহাম্মদ সিরাজময়। তিনি একাই লঙ্কানদের গুঁড়িয়ে দিয়েছেন। নিজের দ্বিতীয় ওভারেই পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা সাজঘরে ফিরিয়ে লঙ্কানদের কোণঠাসা করে ফেলেন সিরাজ।
বুমরাহর আর ‘চমক’ নেই, ধারণা ডাকেটের
২০ মার্চ ২৫
এমন পারফরম্যান্সের পর দ্বিতীয় বারের মত ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আসলেন সিরাজ। ৬৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিরাজের পরে ৬৭৮ পয়েন্ট নিয়ে জস হ্যাজেলউড আছেন দ্বিতীয় স্থানে। মাত্র এক পয়েন্ট ব্যবধানে তৃতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। এদিকে এশিয়া কাপের গ্রুপ পর্বে থেকে বিদায় নেয়া আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান (৪) ও রশিদ খান (৫) ফিরেছেন র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে।
বাংলাদেশি বোলার মধ্যে তাসকিন আহমেদ একধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ৩৮তম স্থানে। একধাপ করে পিছিয়েছেন মুস্তাফিজুর রহমান (২৯) এবং তাইজুল ইসলাম (৬৯)। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্থানে আছেন সাকিব আল হাসান। ৬১০ পয়েন্ট নিয়ে তিনি আছেন বোলিং র্যাঙ্কিংয়ের ১৪তম স্থানে।
এদিকে সাউথ আফ্রিকান ব্যাটার হেনরিখ ক্লাসেন উন্নতি করেছেন ২২ ধাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৮৩ বলে ১৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এই প্রোটিয়া ব্যাটার। এমন ব্যাটিংয়ে শীর্ষ দশে এসেছেন তিনি। তবে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।