এবারও কুমিল্লাতে খেলবেন রাসেল-নারিন
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চিটাগংয়ের টাকার গরম নেই, তাই দেখাচ্ছে না: মিঠুন
৪ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। এবারের মৌসুমেও কুমিল্লার জার্সিতেই দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের তারকা দুই ক্রিকেটারকে। ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলের নিয়মিত সদস্য রাসেল ও নারিন। টুর্নামেন্টের বেশিরভাগ মৌসুমেই খেলেছেন তারা দুজন। ২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলে এখন পর্যন্ত ঢাকা ডায়নামাইটস, খুলনা রয়্যাল বেঙ্গলস, রাজশাহী রয়্যালস ও কুমিল্লার হয়ে খেলেছেন রাসেল।

২০২৪ বিপিএলেও খেলতে আসছেন তিনি। গত মৌসুমের মতো এবারও কুমিল্লার হয়ে খেলবেন তারকা এই অলরাউন্ডার। এদিকে নারিনও কুমিল্লার হয়ে গতবার বিপিএলে খেলেছেন। এই মৌসুমেও তাকে ছাড়ছে না কুমিল্লা। যদিও পুরো মৌসুমে পাওয়া যাবে না নারিনকে।
রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি
২৯ জানুয়ারি ২৫
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি শেষে বিপিএলে যোগ দেয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারের। কুমিল্লা ছাড়া এর আগে ঢাকা ডায়নামাইটস, বরিশাল বার্নার্সের হয়ে খেলেছেন নারিন। অভিজ্ঞ এই ক্রিকেটার ছাড়াও কুমিল্লা বিদেশি হিসেবে রিটেইন করেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে।
এর আগে গত মৌসুমের দল থেকে দেশি ক্রিকেটার হিসেবে উইকেটকিপার ব্যাটার লিটন দাস, স্পিনার তানভির ইসলাম ও পেসার মুস্তাফিজুর রহমানকে। এদিকে দেশি ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তি করা হয়েছে তাওহীদ হৃদয়কে। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন তরুণ এই ব্যাটার।
জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএলে হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে সেটি আপাতত হচ্ছে না। ধারণা করা হচ্ছে নির্বাচনের পর অর্থাৎ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পর্দা উঠতে পারে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। এর আগে ২৪ সেপ্টেম্বর রেডিসন ব্লুতে হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।