promotional_ad

জাদেজাকে ব্যাট হাতে ম্যাচ জেতাতে বলছেন গম্ভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘কিছু লোক সবসময়ই ছিচকাঁদুনে’, সমালোচকদের গম্ভীরের কড়া জবাব

৫ মার্চ ২৫
ভারতের ম্যাচ দেখছেন প্রধান কোচ গৌতম গম্ভীর, ফাইল ফটো

বল হাতে নয়, রবীন্দ্র জাদেজাকে ব্যাট হাতে বিশ্বকাপ জেতাতে বলছেন গৌতম গম্ভীর। ভারতের এই সাবেক ব্যাটারের মতে বল হাতে এবং ফিল্ডিংয়ে জাদেজা অসাধারণ হলেও, ব্যাট হাতে এখনও নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারেননি জাদেজা। আর তাই আসন্ন বিশ্বকাপে জাদেজার ব্যাটে কার্যকরী ইনিংস চান গম্ভীর।


বল হাতে ভারতকে অসংখ্য ওয়ানডে ম্যাচ জিতিয়েছেন জাদেজা। ফিল্ডিংয়ে বেশ কয়েকবছর ধরেই বিশ্ব ক্রিকেটের অন্যতম অনুপ্রেরণা তিনি। তবে এতো কিছু পরও প্রশ্ন থাকছে জাদেজার ব্যাটিং সামর্থ্য নিয়ে। গম্ভীরের মতে ভালো বোলিং লাইনআপের বিপক্ষে তার ব্যাটিং পারফরম্যান্স এখনও বিতর্কে থাকার মতোই।



promotional_ad

গম্ভীর বলেন, 'ইশান কিশান যদি পাঁচ নম্বরে খেলে তাহলে এখানে কিছুটা প্রশ্নের জন্ম নেয়। তাহলে রবীন্দ্র জাদেজাকে তার ব্যাটিং সামর্থ্য দিয়েই ম্যাচ জিততে হবে। কেননা আপনাকে এমন কোনো অবস্থায় পড়তে হতে পারে যেখানে দশ ওভারে ৮০ বা ৯০ রান লাগে এবং ৬ অথবা ৭ নম্বর ব্যাটার তখন একসাথে খেলছে।'


'রবীন্দ্র জাদেজার সেই সক্ষমতা আছে। তবে ভালো বোলিংয়ের বিপক্ষে সে কেমন এটা নিয়ে বিতর্ক থাকবে। সে যেভাবে পারফর্ম করছে, সন্দেহ নেই সে খেলবেই। তবে জাদেজাকে ভালো হিটিং ফর্মে দেখলে ভারত খুশি হবে। ভালো হিটিং ফর্ম বা ভালো ভালো ব্যাটিং ফর্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে।'


মূলত এশিয়া কাপে জাদেজার ব্যাটিং পারফরম্যান্সে হতাশ গম্ভীর। ব্যাট হাতে তিন ইনিংসে মাত্র ২৫ রান করতে পেরেছেন এই অলরাউন্ডার। যা তার নামের পাশে বড্ড বেমানান। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েও দল জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি।



সেই ম্যাচে ১২ বলে সাত রান করে গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফিরে যান জাদেজা। আটে নামা অক্ষর প্যাটেল ৩৪ বলে ৪২ রান করলে অবশ্য ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় কাছাকাছি চলে আসে ভারত। যদিও ম্যাচটি ছয় রানে হারে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball