প্রোটিয়াদেরও বিশ্বকাপের ফেভারিটের তালিকায় রাখছেন পিটারসেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবারও সারেতে ফিরলেন কেমার রোচ
৪ ঘন্টা আগে
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের চার ফেভারিটের নাম জানিয়েছেন কেভিন পিটারসেন। নিজ দল ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান, অস্ট্রেলিয়াকেও রেখেছেন তিনি। তবে তার পছন্দের তালিকায় সবচেয়ে চমকজাগানিয়া দল হচ্ছে সাউথ আফ্রিকা।
সদ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়ারা। এই সিরিজের পর সাউথ আফ্রিকাকেও ফেভারিটের তালিকায় বাধ্য হয়েছেন পিটারসেন। অন্যদিকে ঘরের মাঠের শক্তি হিসেবে ভারতকে ফেভারিটের তালিকায় রেখেছেন এই সাবেক ইংলিশ ব্যাটার।

পাকিস্তান সব সময়ই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যেকোনো দলের জন্য থ্রেট বলে মনে করেন পিটারসেন। অস্ট্রেলিয়াও ইংল্যান্ড বা ভারতের চেয়ে পিছিয়ে নেই বলে বিশ্বাস তার। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এমনটাই জানিয়েছেন পিটারসেন।
তিনি লিখেছেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার পর বিশ্বকাপের অন্যতম দাবিদার হয়ে উঠেছে সাউথ আফ্রিকা। ক্লাসেন তাদের প্রধান সম্পদ। ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে, এশিয়া কাপও জিতেছে। পাকিস্তান সবসময়ই হুমকি। সবসময়। ফেভারিটের তালিকায় ভারতের পরেই থাকবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও এখানে থাকবে, তারাও খুব বেশি পিছিয়ে নেই।'
বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজ দিয়ে দুই দলই নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেবে। অন্যদিকে ইংল্যান্ড খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। কদিন আগেই তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে।
অন্যদিকে পাকিস্তানের সদ্য সমাপ্ত এশিয়া কাপে নিজেদের প্রমাণ করতে পারেনি। সুপার ফোরে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটিং ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের দুর্বলতা। এমন পারফরম্যান্সের পরও পিটারসেন তাদের ফেভারিটের তালিকায় রাখছেন।