অস্ট্রেলিয়া সিরিজকে ভারতের শক্তির অপচয় হিসেবে দেখছেন ওয়াসিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আপ্লূত রোহিত
১ ঘন্টা আগে
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। শিরোপা নিয়ে রবিবার রাতেই দেশে ফিরে গেছে ভারতীয় দল। যদিও এশিয়া কাপের পর খুব বেশি সময় বিশ্রামের সুযোগ পাচ্ছে না ভারত। কারণ কয়েকদিন পরেই তাদের মাঠে নামতে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটিকে অপ্রয়োজনীয় মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। কদিন পরেই বিশ্বকাপে মাঠে নামতে হবে ভারতকে। এর আগে তাদের শক্তি জমিয়ে রাখা প্রয়োজন ছিল বলে মনে করেন সাবেক এই পাকিস্তানি পেসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'ভারতের বিভিন্ন ভেন্যুতে ভ্রমণ করে করে খেলা (অস্ট্রেলিয়ার বিপক্ষে)। প্রতি ম্যাচের আগে একদিন বিরতি! আপনার তো বিশ্বকাপের আগে শক্তিটা ধরা রাখতে হবে। আমি জানি না তারা কেন এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। এটা অনেক আগে খেলা উচিত ছিল। এখন এটা একদমই অপ্রয়োজনীয়।'
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
ঘরের মাঠে নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ভারতীয় ক্রিকেটারদের ক্লান্ত করে তুলবে বলে মনে করেন ওয়াসিম। বিশ্বকাপে যদি আরও বেশি ক্রিকেটার প্রয়োজন হতো তাহলে এই সিরিজে খেলা যুক্তিযুক্ত হতো বলে ধারণা তার।
এ প্রসঙ্গে ওয়াসিম আকরাম বলেন, 'ঘরের মাঠে বিশ্বকাপে আপনি ফেভারিট, এখন মেগা আসরের আগে ক্লান্ত হতে যাচ্ছেন কেন? আপনার যদি স্কোয়াডে আরও কিছু খেলোয়াড় দরকার থাকত তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই তিন ম্যাচ খেলতে পারতেন।'
আগামী ২২ সেপ্টেম্বর মোহালিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। ২৪ সেপ্টেম্বর পরের ম্যাচ ইন্দোরে। ২৭ সেপ্টেম্বর আবার গিয়ে খেলতে হবে রাজকোটে। এরপর আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে গুয়াহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।