promotional_ad

ছিটকে গেলেন রয়, ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ব্রুক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আবারও সারেতে ফিরলেন কেমার রোচ

২৮ মার্চ ২৫
গতবছরও সারের হয়ে খেলেছেন কেমার রোচ

ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন জেসন রয়। তার বদলি হিসেবে ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন আরেক মারকুটে ব্যাটার হ্যারি ব্রুক। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো সময় বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে।


সেই সুযোগেই রয়ের বদলি হিসেবে দলে নেয়া হয়েছে ব্রুককে। ইংল্যান্ডের বিশ্বকাপের প্রাথমিক দলের সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন রয়। তবে পিঠের চোটের কারণে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে।


ইনফর্ম এই ওপেনার না থাকায় ডেভিড মালানের ওপর আস্থা রাখতে হচ্ছে ইংল্যান্ডকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তিন ম্যাচে ২৭৭ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। এই সিরিজে তার ব্যাটিং গড় ছিল ৯২.৩৩। এর মধ্যে লর্ডসে ম্যাচজয়ী সেঞ্চুরি করেছেন তিনি।



promotional_ad

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসেবে যাবেন রয়। এদিকে ব্রুক নিউজিল্যান্ড সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। পুরো সিরিজে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩৭ রান।


আরো পড়ুন

ব্রুকের শাস্তি বাড়াবাড়ি নয়, ধারণা মঈন আলীর

১৭ মার্চ ২৫
মঈন আলী ও হ্যারি ব্রুক

যদিও গত বছরটি স্বপ্নের মতো কাটিয়েছেন ব্রুক। ৬২.১৫ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১ হাজার ১৮১ রান। পাশাপাশি নর্দান সুপারচার্জার্সের হয়ে দ্য হান্ড্রেডে ৪১ বলে সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দিয়েছিলেন এই ইংলিশ ব্যাটার। তার সেই পারফরম্যান্স বিবেচনা করেই বিশ্বকাপ দলে নেয়া হয়েছে।


ইংল্যান্ডের পুরুষ দলের প্রধান নির্বাচক লুক রাইট বলেছেন, 'আমরা স্কোয়াড নির্বাচন করেছি এবং বিশ্বকাপ জিততেই ভারতে যেতে পারি। আমরা সাদা বলের শক্তিশালী একটি স্কোয়াড পেয়েছি। তারা নিউজিল্যান্ডের মতো ভালো দলের বিপক্ষে নিজেদের পারফরম্যান্স দেখিয়েছে।'


ব্রুককে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে রাইট বলেছেন, 'শক্তিশালী দলের মানের হলো বিশ্বমানের খেলোয়াড়দের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, জেসন রয় বাদ পড়েছে এবং হ্যারি ব্রুক দলে ঢুকেছে।'



ইংল্যান্ড বিশ্বকাপ দল-


জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, আদিল রশিদ, ক্রিস ওকস, স্যাম কারান, ডেভিড উইলি, রিস টপলি, মার্ক উড ও গুস অ্যাটকিনসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball