ম্যাক্সওয়েল-স্মিথ-স্টার্কদের ফিরিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১২ মার্চ ২৫
চোটের কারণে সাউথ আফ্রিকার সফরে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক। এদিকে চোট ও পিতৃত্বকালীন ছুটির কারণে প্রোটিয়াদের বিপক্ষে রাখা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলকে। অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে ফিরিয়ে ভারত সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
বাঁ হাতের কবজির চোটের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি স্মিথ। কবে নাগাদ কবজিতে চোট পেয়েছিলেন স্মিথ সেটা জানা যায়নি। ক্রিকেটডটকমডটএইউ অবশ্য জানিয়েছে অ্যাশেজ সিরিজে চতুর্থ টেস্টের আগে নেটে ব্যাটিং করার সময় ফিজিওর দ্বারস্থ হয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।

সেই চোটই আবার জেগে উঠেছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারত সফর ও বিশ্বকাপকে সামনে রেখে কবজির ব্যথা কমাতে ইনজেকশন নিয়েছেন স্মিথ। যার ফলে আগের তুলনায় ভালো অনুভব করছেন বলে জানান তিনি। ফলে স্মিথকে নিয়েই ভারত সফরের জন্য তিন ম্যাচের ওয়ানডে দল দিয়েছে অস্ট্রেলিয়া।
স্টার্কের ৫ উইকেট, দিল্লির সহজ জয়
২০ ঘন্টা আগে
অ্যাশেজে খেলার সময় কাঁধে চোট পেলেও সাউথ আফ্রিকা সফরের দলে ছিলেন স্টার্ক। তবে ওয়ানডে সিরিজের আগে কুঁচকির চোটে পড়ে ছিটকে যেতে হয়েছিল বাঁহাতি এই পেসারকে। ভারত সফরের অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিয়েছেন তিনিও। ফেরানো হয়েছে ম্যাক্সওয়েলকেও।
গোঁড়ালির চোট ও পিতৃত্বকালীন ছুটির কারণে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়নি এই তারকা অলরাউন্ডারকে। তবে বিশ্বকাপের আগে হতে যাওয়া ভারত সিরিজে খেলবেন তিনি। এদিকে অস্ট্রেলিয়ার মাথা ব্যথার নাম এখন ট্রাভিস হেড। ওয়ানডে সিরিজ খেলার সময় জেরাল্ড কোয়েতজির বল হেডের বাঁ হাতের গ্লাভসে লাগে।
প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে নামলেও ব্যথা বেড়ে যাওয়ায় তিনবল পরই মাঠ ছাড়তে হয় দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে। হেডের বদলি হিসেবে ভারত সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ম্যাথু শর্ট। ১৮ সদস্যের দলে আছেন মার্নাস ল্যাবুশেনও। বিশ্বকাপ দলে না থাকলেও স্মিথের বদলি হিসেবে সাউথ আফ্রিকার বিপক্ষে আলো ছড়িয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল- প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেজেলউড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা