promotional_ad

ফাইনাল থেকে ছিটকেই গেলেন অক্ষর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নতুন বলে লালার ব্যবহার রান থামাতে পারবে: অক্ষর

২৪ মার্চ ২৫
টিম মিটিংয়ে অক্ষর প্যাটেল, ফাইল ফটো

এশিয়া কাপের ফাইনাল ম্যাচের আগেই ভারতীয় দলে ডাকা হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। কারণ বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। ধারণা করা হচ্ছিল ফাইনালে খেলতে পারবেন না অক্ষর। অবশেষে সেটাই সত্যি হলো। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে ফাইনাল থেকে অক্ষরের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।


বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন অক্ষর। এরপর একবার বলের আঘাতও পেয়েছেন কব্জিতে। ফলে মাঠেই তাকে সেবা শুশ্রূষা নিতে দেখা গেছে ফিজিওর। যদিও ইনিংস শেষ করে আসতে পারেননি অক্ষর। তিনি আউট হওয়ার পর খেই হারিয়েছে ভারতও। ম্যাচ শেষেই জানা যায় ফাইনাল থেকে ছিটকে যেতে পারেন তিনি।



promotional_ad

এদিকে গতকাল থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল অক্ষরের বদলে ফাইনাল খেলতে ডাকা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। যিনি বর্তমানে এশিয়ান গেমসে ভারতের স্কোয়াডে আছেন। অবশ্য একদিন পরই বিসিসিআই অক্ষরের না খেলার ঘোষণা দিলো। সঙ্গে জানিয়ে দিলো এই অলরাউন্ডারের বদলী হিসাবে সুন্দরকেই দেখা যাবে দলে।


আরো পড়ুন

আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত

৩০ মার্চ ২৫
দুই শিরোপা হাতে রোহিত শর্মা

বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার বাংলাদেশের বিপক্ষে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অক্ষর প্যাটেল শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে গেছে। নির্বাচক কমিটি তার বদলি হিসেবে ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছে। এই অলরাউন্ডার (গতকাল) সন্ধ্যায় কলম্বোতে দলের সঙ্গে যোগ দিয়েছে।’


মূলত কদিন পরই বিশ্বকাপের শেষ প্রস্ততি হিসেবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে ভারত। সেখানে অক্ষরকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ভারতের টিম ম্যানেজমেন্ট। যদিও অক্ষরের চোট গুরুতর না। তবে অস্ট্রেলিয়া সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে কোনো ঝুঁকি নিতে চাইছে না আসন্ন বিশ্বকাপ আয়োজক দলটি।



অবশ্য অস্ট্রেলিয়া বিপক্ষে সেই সিরিজের অক্ষর সুস্থ হতে না পারলে আরও একবার ডাক পড়তে পারে সুন্দরের। যদিও এশিয়া কাপের ফাইনাল খেলেই তার যোগ দেয়ার কথা রয়েছে এশিয়ান গেমসের অনুশীলন ক্যাম্পে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball