promotional_ad

ফাইনালের আগে ভারতীয় দলে সুন্দর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত

৩০ মার্চ ২৫
দুই শিরোপা হাতে রোহিত শর্মা

বাংলাদেশের বিপক্ষে হারের পর এশিয়া কাপের ফাইনালে খেলতে নামছে ভারত। এই হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে চোট পেয়েছেন অক্ষর প্যাটেল।


এই ম্যাচে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন ভারতীয় এই অলরাউন্ডার। আর তাতেই ভারত প্রায় জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। অক্ষরের চোট গুরুতর না হলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এ কারণেই বিকল্প হিসেবে সুন্দরকে দলে নিয়েছে ভারত।



promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন অক্ষর। এরপর একবার বলের আঘাত পেয়েছেন কব্জিতেও। ফলে মাঠেই তাকে সেবা শুশ্রূষা নিতে দেখা গেছে ফিজিওর। যদিও ইনিংস শেষ করে আসতে পারেননি। অক্ষর আউট হওয়ার পর খেই হারিয়েছে ভারতও।


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

এদিকে সুন্দর এশিয়া কাপের রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় ছিলেন না। গত আগস্টে আয়ারল্যান্ড সিরিজে ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন এই অফ স্পিন অলরাউন্ডার। সেটি অবশ্য ছিল টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে খেলেছেন তারও আগে গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।


কদিন আগেই এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেই দলে আছেন সুন্দর। পরিকল্পনা অনুযায়ী ন্যাশনাল ক্রিকেট একাডেমির কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।



এবার এশিয়া কাপ শেষে সেই ক্যাম্পে যোগ দেবেন সুন্দর। কদিন পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। আসন্ন এই সিরিজে অক্ষরকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে তিনি সুস্থ না হতে পারলে আরও একবার ডাক পড়তে পারে সুন্দরের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball