promotional_ad

‘ভারত বাংলাদেশের কাছে হারায় শান্তি পাচ্ছেন পাকিস্তানিরা’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পুরষ্কার বিতরণী মঞ্চে পিসিবির কাউকে না দেখে হতবাক শোয়েব

১০ মার্চ ২৫
রোহিত শর্মাকে (মাঝে) সাদা কোট পরিয়ে দিচ্ছেন রজার বিনি (বামে) এবং জয় শাহ (ডানে), ফাইল ফটো

ভারত-পাকিস্তানের খেলা মানেই মাঠের ক্রিকেটে উত্তাপ। এই দুই দেশ মাঠে নামলে প্রতিদ্বন্দ্বিতা আর খোঁচাখুঁচি জমে ওঠে তাদের লড়াই। এক দেশের হারে অন্যদের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। বাংলাদেশের কাছে ভারত হারায় এমন চিত্র অনুভব করা গেছে আরও একবার। শোয়েব আখতার মনে করেন, ভারতের এমন হারে তার মতো পাকিস্???ানিরাও খানিকটা শান্তি পাচ্ছেন।


রাজনৈতিক বৈরিতায় দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না এক দশক পেরিয়েছে। বর্তমানে তাদের লড়াই দেখতে সমর্থকদের ভরসা করতে হয় আইসিসি ও এসিসির টুর্নামেন্টে। এবারের এশিয়া কাপে দুবার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। প্রথম ম্যাচে ভারতকে চেপে ধরলেও বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি বাবর আজমরা। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়।


সুপার ফোরে আরও একবার লড়াইয়ে নামে এই দুই দল। যেখানে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরির পর জসপ্রিত বুমরাহ-কুলদীপ যাদবদের দারুণ বোলিংয়ে বড় ব্যবধানে হারে বাবরের দল। ফাইনালে যেতে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই হতো পাকিস্তানকে।



promotional_ad

নাসিম শাহ ও হারিস রউফকে ছাড়া খেলতে নেমে লঙ্কা বাঁধা টপকাতে পারেনি তারা। ফলে এশিয়া কাপের ফাইনালে উঠা হয়নি পাকিস্তানের। বাবরদের এমন হারে হাসি ঠাট্টা করেন ভারতীয় সমর্থকরা। এদিকে লঙ্কানদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করা ভারতের জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। এমন ম্যাচে টাইগারদের কাছে ৬ রানে হেরেছে তারা। ভারতের এমন হারে পাকিস্তানিরা খুশি বলে জানান শোয়েব।


আরো পড়ুন

আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত

৩০ মার্চ ২৫
দুই শিরোপা হাতে রোহিত শর্মা

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল। তারাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে।’


‘বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।’


উপমহাদেশে খেলা হওয়ায় ভারত ও পাকিস্তান এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট। তাদের সঙ্গে সোনালি ট্রফি জিততে বেশ এগিয়ে আছে অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বেশিরভাগ সাবেক ক্রিকেটারই এমন ভবিষ্যদ্বাণী করছেন। তবে এসব কিছু নিজেদের কাছেই রাখতে বলছেন শোয়েব। পাকিস্তানের সাবেক এই তারকা পেসার জানান, ভারতকে হারিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারাও বিশ্বকাপে আছে।



শোয়েব বলেন, ‘ভারত-পাকিস্তানকে নিয়ে আমরা বলছি, এ দুই দল ফেবারিট। আর আছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই চার দলের মধ্যে দুই দল ফাইনাল খেলবে। এর বাইরে আর কিছু হবে না। ব্যাপারটা কিন্তু এমন নয়। ভবিষ্যদ্বাণী আপনারা নিজেদের কাছেই রাখুন। ভারত এত বড় দল, কিন্তু বাংলাদেশের কাছে হারল। তারা কিন্তু ভালো খেলেছে, অথচ শুভমানের সেঞ্চুরিও কাজে এল না। শেষ পর্যন্ত বাংলাদেশকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball