promotional_ad

বাংলাদেশ বিশ্বকাপে ভয়ঙ্কর দল হবে: সাকিব

স??গৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা

২৫ মার্চ ২৫
ফাইল ছবি

ভারতকে হারানোর আগে এবারের এশিয়া কাপে বলার মতো কিছুই করতে পারেনি বাংলাদেশ। নিজেদের প্রথম চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স তাই কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছিলো। বাংলাদেশের অধিনায়ক একদিন আগে জানিয়েছিলেন, এশিয়া কাপের পারফরম্যান্স বিশ্বকাপে প্রভাব ফেলতেও পারে আবার নাও পারে। তবে ভারতকে হারিয়ে খানিকটা হুঙ্কার দিয়ে রাখছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডারের মতে, বিশ্বকাপে ভয়ঙ্কর দল হবে বাংলাদেশ।


চোটের কারণে এবারের এশিয়া কাপ খেলতে পারেননি ইবাদত হোসেন। কয়েক মাসের জন্য ছিটকে যাওয়ায় খেলা হবে না ভারত বিশ্বকাপেও। জ্বরের কারণে দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছেন লিটন দাস। ফলে সেরা কম্বিনেশন খুঁজে পেতে খানিকটা বেগই পেতে হয়েছে বাংলাদেশ। যা চোখে পড়েছে মাঠের খেলায়ও।



promotional_ad

এমন দল নিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে না পারলেও ভারতের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ২৬৫ রানের পুঁজি নিয়ে দুর্দান্ত বোলিংয়ে ৬ রানে হারিয়ে দিয়েছে সাকিবের দল। এমন পারফরম্যান্সের পর দল নিয়ে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশর অধিনায়ক।


আরো পড়ুন

এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

৫ ঘন্টা আগে
১৮ বছর পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ

ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি মনে করি, আমাদের খুব ভালো একটি দল আছে। এশিয়া কাপে চলাকালে অনেক চোট সমস্যা দেখা গেছে। অনেক খেলোয়াড় দলে ঢুকেছে, আবার বেরিয়ে গেছে যা আমাদের মোটেও সাহায্য করেনি। তবে আশা করছি, যদি সবাই পুরো ফিট থাকে, তাহলে বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর একটি দল হব।’


এবারের এশিয়া কাপে নিজের চাওয়া মতো পারফর্ম করতে পারেননি । পাঁচ ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। বল হাতে সাকিব যতটা ক্ষুরধার থাকেন সেটা পরিলক্ষিত হয়েছে কমই। তবে ভারতের বিপক্ষে নিজের সেরাটা ক্রিকেটই খেলেছেন সাকিব। ব্যাটিংয়ে ৮০ রান করা এই ক্রিকেটার বোলিংয়ে ৪৩ রানে নিয়েছেন এক উইকেট।



পুরো টুর্নামেন্টে নিজের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে সাকিব বলেন, ‘আমি এই এশিয়া কাপে তেমন ভালো ব্যাটিং করিনি। আজ যখন আমি আগেভাগে ক্রিজে গিয়েছিলাম, আমি ভেবেছি যে আমার হাতে অনেক সময় আছে ব্যাটিংয়ের জন্য।’


‘প্রথম বাউন্ডারিটি মারার সঙ্গে সঙ্গে আমি ভালো অনুভব করতে থাকি। তখন থেকে আমার মনে হয়, আমি ভালো ব্যাটিং করেছি। এটা একটা চ্যালেঞ্জিং উইকেট ছিল। বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটিং করা অবশ্য সহজ হয়ে পড়ে। তবে স্পিনের বিপক্ষে খেলাটা কঠিন ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball