promotional_ad

রোহিত ভাইয়েরটি ছিল স্বপ্নের উইকেট: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

১১ বছর পর এশিয়া কাপে ভারতকে হারালো বাংলাদেশ। যদিও বাংলাদেশ-ভারত দুই দলের জন্যই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। আগের দুই ম্যাচে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের আগেই। অন্যদিকে ভারত ফাইনালে জায়গা করে নিয়েছে।


ফলে দুই দলই পরীক্ষা নিরীক্ষার ম্যাচ হিসেবেই নিয়েছিল এটিকে। এই ম্যাচে পাঁচটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ও ভারত। বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়াদের বিশ্রাম দিয়েছে ভারত। বাংলাদেশের একাদশে ছিলেন না তাসকিন আহমেদ-শরিফুল ইসলামদের মতো মূল বোলাররা।



promotional_ad

এই ম্যাচ দিয়েই অভিষেক হয়েছেন তানজিম ??াসান সাকিবের। তরুণ এই পেসার অভিষেকেই বাজিমাৎ করেছেন। নিয়েছেন রোহিত শর্মা ও তিলক ভার্মার উইকেট। এর মধ্যে ভারতের ওপেনার রোহিতের উইকেটটি তার কাছে স্বপ্নের উইকেট ছিল বলে জানিয়েছেন সাকিব। শেষ ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশের জয়ের নায়কও হয়েছেন সাকিব।


আরো পড়ুন

শান্তর মতো ট্রফি জিততে চান তাসকিন-তানজিমরাও

২০ ফেব্রুয়ারি ২৫
তাসকিন আহমেদের (ডানে) সঙ্গে উইকেট উদযাপনে নাজমুল হোসেন শান্ত (বামে), ফাইল ফটো

অভিষিক্ত এই পেসার ম্যাচ শেষে বলেছেন, 'রোহিত ভাইয়েরটি ছিল স্বপ্নের উইকেট। আমি শুধু মনোযোগী ছিলাম লাইন এবং লেন্থ ঠিক রাখার ব্যাপারে। লম্বা স্পেলের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। ঐ বলটা (মোহাম্মদ শামিকে করা শেষ বল) আমার বিশ্বাস ছিল নির্ভুল হবে। এটার অনুভূতি দারুণ।'


এদিকে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন তিনি চেয়েছিলেন যারা দলে থাকার পরও এশিয়া কাপে ম্যাচ খেলার সুযোগ পাননি তাদের সুযোগ দিতে। কলম্বোর উইকেট বরাবরই স্পিন বান্ধব। এজন্যই বাড়তি স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন টাইগার অলরাউন্ডার।



সাকিব বলেন, 'যারা বেশি খেলেনি, তাদের সুযোগ দিতে চেয়েছি। গত কয়েক ম্যাচে দেখেছি, স্পিনাররা কাজে আসতে পারে। আজ আগে যাওয়াতে নিজে থিতু হওয়ার সময় পেয়েছি। ভালো ব্যাটিং করেছি। শুরুতে চ্যালেঞ্জিং ছিল, কিন্তু পরে একটু সহজ হয়ে এসেছিল। তবে স্পিন খেলা কঠিন ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball