promotional_ad

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে গেল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

৩১ মার্চ ২৫
১৮ বছর পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ

বুক ভরা আশা নিয়েই এশিয়া কাপ খেলতে যায় বাংলাদেস। গ্রুপ পর্বের গণ্ডি পার হয়ে সুপার ফোরেও জায়গা করে নেয় তারা। যদিও সুপার ফোরে প্রথমে পাকিস্তান এবং পরে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনালের রাস্তা থেকে ছিটকে যায় তারা। এই হারে র‍্যাঙ্কিংয়েও অবনমন হয় বাংলাদেশের। সাত নম্বর থেকে আটে চলে গেছে সাকিব আল হাসানের দল।


এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মাঝে মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে তারা। গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল তারা। এ ছাড়া গ্রুপ পর্ব এবং সুপার ফোর মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হারে দুইবার।



promotional_ad

সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে হারে একবার। ভারতের বিপক্ষে ম্যাচটি অবশ্য এখনও বাকি আছে। সুপার ফোরের শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলবে সাকিবের দল। যদিও ভারত এবং শ্রীলঙ্কা ইতোমধ্যেই ফাইনালে উঠে গেছে। ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার।


দীর্ঘদিন ধরে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাত নম্বর থাকা বাংলাদেশ এশিয়া কাপ শেষ হওয়ার আগেই নিচে নেমে গেছে। ৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। সাতে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।


এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও দেখা যাচ্ছে পরিবর্তন। এক থেকে তিনে নেমে গেছে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া পাকিস্তান। শীর্ষস্থান আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়া।



২৬ ম্যাচে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যাট কামিন্স-মিচেল মার্শদের দল। তালিকার দুয়ে আছে ভারত। ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তিন নম্বর থেকে দুয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। আর সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ হারে নিচে নেমে গেছে পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball