promotional_ad

বাংলাদেশের বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে চায় ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

১৮ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া

এশিয়া কাপের সুপার ফোর থেকে আগেভাগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট জুড়ে এখন পর্যন্ত চারটি ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। এদিকে টুর্নামেন্টে ভারত একমাত্র দল যারা এখনও পর্যন্ত অপারজিত। বাংলাদেশ এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও তাদের বিপক্ষে সেরা ক্রিকেট খেলার আশায় ভারতের বোলিং কোচ পরশ মামব্রে।


বিশ্বকাপের আগে এশিয়া কাপ ছিল নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। তবে সেখানে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শুরু হয়েছিল টাইগারদের এশিয়া কাপ মিশন। এরপর আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোর নিশ্চিত করে তারা। যদিও সুপার ফোরের টানা ব্যাটিং ব্যর্থতায় ইতোমধ্যেই এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়েছে সাকিবদের।



promotional_ad

এবার নিয়ম রক্ষার শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে জিততে চান সাকিব। ভারত অবশ্য চাইবে নিজেদের অপরাজেয় থাকার রেকর্ড ধরে রাখতে। বাংলাদেশের বিপক্ষে খেলাটা একেবারে সহজ হবে না বলে জানান ভারতের বোলিং কোচ।


সংবাদ সম্মেলনে মামব্রে বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এখানে প্রত্যেকটা দলই চ্যালেঞ্জিং। এই গেমও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো একটি দল। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে যেকোনো দলের বিপক্ষেই, যথারীতি বাংলাদেশের বিপক্ষেও।’


ব্যাটিং ব্যর্থতায় আসর থেকে সাকিবরা ছিটকে গেলেও তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদদের পেস বোলিং নজর কেড়েছে সকলের। দল হিসেবে ভালো করতে না পারলেও বাংলাদেশ পেস ইউনিট প্রশংসা কুড়াচ্ছে। সেটা অবশ্যই ভারতীয় বোলিং কোচের নজর এড়াতে পারেনি। সংবাদ সম্মেলনে টাইগারদের পেস ইউনিট নিয়ে প্রশংসা করেছেন তিনি।



পেসারদের প্রশংসা করে মামব্রে বলেন, ‘বাংলাদেশ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। গত কয়েক বছরে তারা অনেক কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে। তাদের কোয়ালিটি ফাস্ট বোলার উঠে আসছে। গত বিশ্বকাপে তাদের বিপক্ষে খেলেছিলাম তখনও দেখেছি। তাদের এখন ভালো ভালো পেসার আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball