রিয়াদের ব্যর্থতার দিনে সৌম্যর ব্যাটে রান, সোহান-মুমিনুলের হাফ সেঞ্চুরি
.jpg)
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
১৫ মার্চ ২৫
কয়েকমাস ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও বাংলাদেশের জার্সিতে অভিজ্ঞ এই ক্রিকেটার ফিরতে যাচ্ছেন এটা অনেকটা নিশ্চিত। কিউইদের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশ টাইগার্সের হয়ে নিজেকে প্রস্তুত করার সুযোগ পেয়েছেন রিয়াদ। তবে সেখানে একেবারেই মেলে ধরতে পারেননি তিনি।
৩৯ বলে খেলেছেন ২৬ রানের ইনিংস। রিয়াদের ব্যর্থতার দিনে ৪৬ বলে ৪০ রান করেছেন সৌম্য সরকার। তবে বাংলাদেশ টাইগার্স ম্যাচ জিতেছে নুরুল হাসান সোহান ও মুমিনুল হকের হাফ সেঞ্চুরিতে। এশিয়ান গেমস স্কোয়াডকে ৪ উইকেটে হারানোর দিনে মুমিনুল ৭৬ এবং সোহান খেলেছেন ৬৫ রানের দারুণ ইনিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জয়ের জন্য ২৭৩ রান তাড়া করতে নেমে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন বাংলাদেশ টাইগার্সের দুই ওপেনার রনি তালুকদার ও সৌম্য। তবে তাদের দুজনের জুটি বেশি বড় হতে দেননি তানভির ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে রিশা হোসেনের হাতে রনি ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে ২৯ রানের উদ্বোধনী জুটি। কদিন আগে জাতীয় দল থেকে বাদ পড়া রনি করেছেন ২০ বলে ১০ রান।
সৌম্যকে ছোঁয়া হলো না নাইমের
৯ মার্চ ২৫
তিনে নেমে সৌম্যকে সঙ্গে নিয়ে বাংলাদেশ টাইগার্সকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুমিনুল। তারা দুজনে মিলে যোগ করেন ৫৮ রান। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা সৌম্য এদিন একেবারে খারাপ করেননি। এক ছক্কা ও চারটি চারে করেছেন ৪৬ বলে ৪০ রান। তাদের জুটি ভাঙেন রিপন মণ্ডল। তরুণ এই পেসারের বলে পারভেজ হোসেন ইমনকে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য।
এরপর মাহমুদউল্লাহকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মুমিনুল। তুলে নেন হাফ সেঞ্চুরিও। তবে অভিজ্ঞ এই ব্যাটারকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে দেননি রিপন। ডানহাতি এই পেসারের বলে আউট হয়েছেন জাকের আলী অনিককে ক্যাচ দিয়ে। বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক ১০০ স্ট্রাইক রেটে ৭৬ বলে ৭৬ রান করেছেন। ধুঁকতে থাকা মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ২৬ রান।
শেষ দিকে মাত্র ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন সোহান। ইনিংসটি খেলতে পাঁচটি চার ও চারটি ছক্কা মেরেছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। তাকে সঙ্গ দিয়ে ৩৫ বলে ৩৯ রান করেছেন ইরফান শুক্কুর। শেষ পর্যন্ত ৪৩.২ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ টাইহগার্স। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে রিপন তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া তানভির নিয়েছেন দুটি উইকেট।
এর আগে ৪৬ ওভারে ৬ উইকেটে ২৭২ রান তোলে এশিয়ান গেমস স্কোয়াড। তাদের হয়ে ৮৪ রান করেছেন শাহাদাত হোসেন দিপু। ওপেনার জাকির হাসানের ব্যাট থেকেও এসেছে ৮৪ রান। এ ছাড়া ইয়াসির আলী ২২, মৃত্যুঞ্জয় চৌধুরি ২৩ রান করেছেন। বাংলাদেশ টাইগার্সের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ।