সব দায়িত্ব আমার একার না: সাকিব

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা
২৫ মার্চ ২৫
শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাঝে যারা জিতবে তারাই ফাইনালে উঠবে। ফলে কোনোভাবেই বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা নেই। এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল চরমে। ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টও ভালো করতে দৃঢ় প্রত্যয়ী ছিলেন।
যদিও পুরো এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। কদিন পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। সেখানে যাওয়ার আগে এশিয়া কাপের এমন পারফরম্যান্স পিছিয়ে দিতে পারে ক্রিকেটারদের মানসিক অবস্থাকে। এমন পরিস্থিতিতে সতীর্থদের জন্য সাকিব আল হাসানের কি বার্তা থাকবে?

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘একটা জিনিস হচ্ছে যে সব দায়িত্ব আমার না এখানে সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। ব্যক্তিগতভাবে সবাই যদি যার যার জায়গা থেকে কাজ করতে পারে দল হিসেবে তখন আমাদের ভালো করার সম্ভাবনাটা বেশি থাকবে।
এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
৩১ মার্চ ২৫
‘সব ব্যক্তিগত পারফরম্যান্সগুলো একত্রে করতে পারি আমরা হয়ত তখন ভালো করতে পারব। সবাই চেষ্টা করবে আমি জানি কেউ তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না যেটাতে সে বিশ্বকাপে ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে বিশ্বকাপে।’
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে অবশ্য দাপুটে ক্রিকেটই খেলেছিল টাইগাররা। ব্যাটে-বলে আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে পাত্তাই পায়নি। তাতে করে সুপার ফোরেও উঠে বাংলাদেশ।
যদিও সুপার ফোরেও সুবিধা করতে পারেনি সাকিবের দল। পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরেছে তারা। পাকিস্তানের বিপক্ষে সাকিব ও মুশফিকুর রহিম ভালো ব্যাটিং করলেও বাকিরা ছিলেন ব্যর্থ। লঙ্কানদের সঙ্গে ব্যাট হাতে একাই লড়াই করেছেন তাওহীদ হৃদয়। এশিয়া কাপের এমন পারফরম্যান্স বিশ্বকাপে প্রভাব ফেলবে কিনা প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘পারে (প্রভাব) আবার নাও পারে।’