promotional_ad

ভারত ম্যাচে ‘চমৎকার শিক্ষা’ পেয়েছে পাকিস্তান, উপলদ্ধি মরকেলের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

১৮ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের পেস বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটাররা। অথচ সুপার ফোরের ম্যাচে শাহীন শাহ আফ্রিদি, নাসীম শাহদের পাত্তাই দিলেন না বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। ফলে রেকর্ড ২২৮ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এমন পরাজয়কে হতাশাজনক বলেই মনে করছেন দলটির বোলিং কোচ মর্নে মরকেল।


কলম্বোতে রোহিত শর্মা ও শুভমান গিল উড়ন্ত সূচনা এনে দেন ভারতকে। উদ্বোধনি উইকেটেই গড়েন ১২১ রানের জুটি। দুই ওপেনার সাজঘরে ফিরলে শুরু হয় বৃষ্টি। এরপর রিজার্ভ ডে ব্যাট হাতে তাণ্ডব চালান কোহলি ও রাহুল। দুজনের সেঞ্চুরিতে ৩৫৬ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় ভারত। জবাবে ১২৮ রানেই গুটিয়ে যায় বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা।



promotional_ad

উড়তে থাকা পাকিস্তানী বোলারদের এমন ব্যর্থতাকে আগাম বার্তা হিসেবেই দেখছেন দলটির বোলিং কোচ মরকেল। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই পরাজয় নিয়েও কথা বলেন তিনি। এমন পরাজয়কে হতাশাজনক বলে অভিহিত করেছেন তিনি। তবে এখানে থেকেই শিক্ষা নিতে চান। তার মতে এমন পরাজয় ছিল চোখ খুলে দেয়ার মত।


আরো পড়ুন

দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান

১৮ ঘন্টা আগে
সেঞ্চুরির পর মার্ক চ্যাপম্যান, এনজেডসি

সংবাদ সম্মেলনে মরকেল বলেন, 'ভারত ম্যাচের পর আমরা ভীষণভাবে হতাশ হয়েছিলাম। আমার জন্য, বোলারদের জন্য আত্মপ্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে কঠিন প্রশ্ন করুন। (উত্তর আসবে) হ্যাঁ, কৃতিত্ব ভারতীয় ব্যাটারদেরও দিতে হবে। তারা আমাদের প্রথম থেকেই চাপে ফেলেছিল। বিশ্বকাপের আগে এগুলো আমাদের জন্য চমৎকার শিক্ষা। আমরা এর মাধ্যমে ঘুরে দাঁড়াব এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।'


এদিকে সুপার ফোরে দুই ম্যাচে এক জয়ে ফাইনালের লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে জয় ছাড়া কোনো কিছুই চিন্তাই করা যাবে না বাবরদের। কলম্বোর এই মাঠেই গত মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ রানের জয় পায় ভারত। সেখানে স্পিনাররা ম্যাচে রাজত্ব করেছিল। ফলে আজকের ম্যাচের পিচটি স্পিন-বান্ধব হবে বলে আশা করছে মরকেল।



মরকেল বলেন, 'কন্ডিশন স্পিন-বান্ধব এবং আমি মনে করি আমাদের স্পিনাররা এই মুহূর্তে সত্যই কঠোর পরিশ্রম করছে। দলের প্রয়োজনে তারাই প্রথমে হাত বাড়িয়ে দেবে। তারা সবাই ম্যাচ উইনার এবং অভিজ্ঞ খেলোয়াড়। তারা জানে কিভাবে একটি ম্যাচ ঘুরিয়ে দিতে হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball