রোহিত-কোহলিদের অবসরের কোনো বয়স নেই: রুট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরই প্রশ্ন উঠেছিল এই সংস্করণে ভারতের সিনিয়র ক্রিকেটারদের দলে থাকা নিয়ে। বলা হচ্ছিল ধাপে-ধাপে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত ক্রিকেটারদের টি-টোয়েন্টি দল থেকে সরানো হবে। দায়িত্ব যাবে তরুণদের হাতে। তবে এখনও ব্যাট হাতে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন এই সিনিয়র ক্রিকেটাররা। ফলে ইংলিশ ক্রিকেটার জো রুট মনে করেন তাদের মত কিংবদন্তি ব্যাটারদের অবসরের কোনো নির্দিষ্ট সময় নেই।
বয়সের হিসাব করলে এটাই শেষ ওয়ানডে বিশ্বকাপ হতে পারে ভারতের দুই টপ অর্ডার ব্যাটার রোহিত (৩৬) ও কোহলির (৩৪)। ক্যারিয়ারের এমন পর্যায় এসেও ব্যাটের ছন্দটা ঠিকই রয়েছে তাদের। চলমান এশিয়া কাপেও দিচ্ছেন আস্থার পূর্ণ প্রতিদান। রোহিত আসরে এখন পর্যন্ত চার ম্যাচে করেছেন ১৯৪ রান। যার মধ্যে শেষ তিন ম্যাচে তিন হাফ সেঞ্চুরির মাধ্যমে বনে গেছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।

এদিকে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলি পেয়েছেন নিজের ৪৭ তম ওয়ানডে সেঞ্চুরির দেখা। একই ম্যাচে সবথেকে দ্রুত ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন এই ব্যাটার। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের সেরাটা দিচ্ছেন এই ব্যাটাররা। ফলে রুট মনে করেন বয়সের কথা চিন্তা করে সাফল্যের কথা কিংবা অবসরের কথা চিন্তা করা উচিত নয়।
আবারও সারেতে ফিরলেন কেমার রোচ
২৮ মার্চ ২৫
ইংলিশ ব্যাটার রুট বলেন, 'আমি মনেকরি বিরাট (কোহলি) এবং রোহিতের মত ক্রিকেটারদের বয়সের কারণে অবসরে যাওয়ার সময় বলাটা বেশ বিপজ্জনক। উদাহরণ হিসেবে আপনি ক্রিস গেইলকে দেখুন, সে লম্বা সময় টি-টোয়েন্টি খেলেছে। বিশ্বের সেরাদের মধ্যে অনেকেই লম্বা সময় খেলেছে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে। বিশেষ করে টি-টোয়েন্টিতে। ফলে যতক্ষণ আপনি ফিট থাকবেন ততক্ষণ আপনি খেলা চালিয়ে যান।'
রোহিত কিংবা কোহলি এখনও পর্যন্ত তাদের অবসরের পরিকল্পনা নিয়ে কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। অবশ্য এমন অভিজ্ঞ ক্রিকেটারদের যে বিশাল অবদান থাকে সেটাও জানিয়ে দিলেন রুট। উদাহরণ টানেন ইংলিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের। তার মতে অবসরের জন্য যে বয়স কোনো বাধা নয় সেটার নিখুঁত উদাহরণ অ্যান্ডারসন।
রুট বলেন, 'জেমস অ্যান্ডারসন হলো এর নিখুঁত উদাহরণ। আপনি দেখেন তার বয়স ৪০ পেরিয়েছে। কিন্ত এখনও সে দারুণ পারফর্ম করছে। আমরা বেশ ভাগ্যবান যে আমরা কখনও মনে করেনি সে খুব বয়স্ক। সে এখনও খেলা চালিয়ে যাচ্ছে এবং আমাদের বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছে। আমরা তার অভিজ্ঞতা ও দক্ষতার সুবিধা নিচ্ছি। আমরা তাকে একজন দক্ষ প্রতিভাবান হিসেবে দেখি।'