স্টোকসের ১৮২, নিউজিল্যান্ড হারল ১৮১ রানে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড
১৯ জুলাই ২৫
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এবারই প্রথম সেঞ্চুরি করলেন বেন স্টোকস। তার ১৮২ রানের মহাকাব্যিক ইনিংসে নিউজিল্যান্ডকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ইংল্যান্ডের। মাত্র ১৩ রানের মধ্যে জনি বেয়ারস্টো এবং জো রুটের উইকেট হারায় দলটি। দুজনকেই ফিরিয়েছেন ট্রেন্ট বোল্ট। বেয়ারস্টো ফেরেন গোল্ডেন ডাক মেরে। চার রান করে বোল্ড হন রুট।

তারপর ১৯৯ রানের জুটি গড়েন স্টোকস এবং ডেভিড মালান। যদিও সেঞ্চুরির কাছ থেকে মালানকে ফিরিয়েছেন সেই বোল্টই। ৯৫ বলে ৯৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মালান। তারপর জস বাটলারকে নিয়ে লড়াই চালিয়ে যান স্টোকস।
ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি
১০ ঘন্টা আগে
২৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে বাটলার ফিরে গেলেও ৪৫ তম ওভার পর্যন্ত টিকে ছিলেন স্টোকস। ১২৪ বলে খেলা এই ইনিংসে ১৫টি চার ও নয়টি ছক্কা হাঁকান তিনি। স্টোকস ফেরার পর অবশ্য বেশীক্ষণ টিকতে পারেনি ইংল্যান্ড।
৪৮.১ ওভারে ৩৬৮ রানে অলআউট হয় দলটি। নিউজিল্যান্ডের হয়ে ৫১ রান খরচায় পাঁচ উইকেট নেন বোল্ট। ৬৯ রান খরচায় তিন উইকেট নেন বেন লিস্টার।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ৩৯ ওভারে ১৮৭ রান তুলে অলআউট হয় দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন গ্লেন ফিলিপস। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে রাচিন রবীন্দ্রর ব্যাটে।
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং লিয়াম লিভিংস্টোন। দুটি উইকেট নেন রিস টপলি। একটি করে উইকেট নেন স্যাম কারান এবং মঈন আলী।