এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাসিম, বদলি জামান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মঈন আলীর চোখে আফ্রিদি-নাসিমরা সেরা বোলার নন
১৬ মার্চ ২৫
ভারতের বিপক্ষে প্রথমদিন স্বাচ্ছন্দ্যেই বোলিং করেছিলেন নাসিম শাহ। বিপত্তি ঘটে রিজার্ভ ডেতে ইনিংসের ৪৯তম ওভারে বোলিং করতে এসে। বাংলাদেশের বিপক্ষে বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পাওয়া ব্যথা উঁকি দেয় এদিন। কাঁধের চোটে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে বোলিং নিজের ওভার শেষ না করেই মাঠ ছেড়েছিলেন তরুণ এই পেসার।
চোট খানিকটা আশঙ্কা তৈরি করায় ভারতের সঙ্গে ব্যাটিংয়েও নামতে দেখা যায়নি তাকে। গুঞ্জন উঠেছিল এশিয়া কাপ শেষ হয়ে গেছে নাসিমের। দুদিন বাদে শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। কাঁধের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ডানহাতি এই পেসার। বিশ্বকাপের কথা মাথায় রেখে ৪ ম্যাচে ৭ উইকেট নেয়া এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে পুরোপুরি ফিট নাসিমকে পেতে পর্যবেক্ষণে রাখছে তারা। নাসিম ছিটকে যাওয়ায় পাকিস্তানের ওয়ানডে দলে ডাক পেয়েছেন জামান খান। পাকিস্তানের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা এই পেসার কদিন আগে ম্যানেচেস্টার অরিজিনালসের হয়ে দ্য হান্ড্রেড খেলেছেন।
দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান
১৮ ঘন্টা আগে
ইতোমধ্যে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন জামান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হতে অনুশীলনও করেছেন ২২ বছর বয়সি এই পেসার। এদিকে নাসিমের মতো শঙ্কা ছিল হারিস রউফকে ঘিরেও। তবে তাকে নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোন খবর জানায়নি পিসিবি। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে বোলিং করে ৯ উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সি এই পেসার। পাঁজরের মাংস পেশিতে অস্বস্তিবোধ করা হারিসের ব্যাকআপ হিসেবে ডেকে পাঠানো হয়েছে শাহনেওয়াজ দাহানিকে। হারিস ছিটকে গেলে ওয়ানডে দলে যুক্ত হবেন ডানহাতি এই পেসার।
নাসিম ও হারিসকে নিয়ে পাকিস্তানের দলের চিকিৎসক সোহেল সেলিম বলেন, ‘এ দুজন পেস বোলার আমাদের সম্পদ। গুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে আমাদের মেডিকেল প্যানেল দুজনের সেরা যত্নই নেবে।’