দুইয়ে গিল, সেরা দশে ভারতের ৩ জন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৬ ওভারে ৩৫ রানকেই দায় দিচ্ছেন গিল
২৬ মার্চ ২৫
জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার পর থেকে চলতি বছর ওয়ানডেতে আর কোনো শতকের দেখা পাননি শুভমান গিল। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায়ও ব্যর্থ হয়েছিলেন তরুণ এই ওপেনার। তবে নেপাল ও পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় দেখায় হাফ সেঞ্চুরি পেয়েছেন গিল। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ রানের বেশি করতে পারেননি।
চার ম্যাচে ১৫৪ রান করা গিলের উন্নতি হয়েছে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এসেছেন তিনি। ৮৬৩ রেটিং পয়েন্ট নিয়ে তার উপরে আছেন কেবল বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক বেশ কিছুদিন ধরেই শীর্ষস্থান ধরে রেখেছেন।

গিলের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার। নেপালের বিপক্ষে ৭৪ রানে অপরাজিত থাকা রোহিত পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলেছেন ৫৩ ও ৫৬ রানের ইনিংস। এমন পারফরম্যান্সে দুই ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছেন ভারতের অধিনায়ক।
কোহলি-রোহিতদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে সভা স্থগিত
২৯ মার্চ ২৫
এদিকে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শ্রীলঙ্কার ম্যাচে ৩ রানের বেশি করতে পারেননি কোহলি। শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফদের বিপক্ষে পাওয়া সেঞ্চুরিতে দুই ধাপ এগিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে। ২০১৮ সালের সেপ্টেম্বেরের পর এবারই প্রথম সেরা দশে ভারতের তিন ব্যাটার।
এর আগে সেরা ছয়ে ছিলেন রোহিত, কোহলি এবং শিখর ধাওয়ান। এদিকে সেরা দশে আছেন পাকিস্তানের তিন ব্যাটার। শীর্ষস্থানে বাবর, পাঁচে ইমাম উল হক এবং দশম স্থানে রয়েছেন ফখর জামান। নিজের সবশেষ ৮ ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন টেম্বা বাভুমা। কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন অপরাজিত ১১৪ রান।
সেদিন পুরো ইনিংসে ব্যাটিং করা বাভুমা পরের দুই ম্যাচে ৪৬ এবং ৫৭ রান করেছেন। এমন পারফরম্যান্সে ২১ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। এর আগে তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ছিল ২৫তম স্থান। সেঞ্চুরি পাওয়া ডেভিড ওয়ার্নার এক ধাপ এগিয়ে পাঁচ থেকে চারে উঠে এসেছেন। ট্রাভিস হেড ছয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন।
বল হাতে দারুণ ছন্দে আছেন কুলদিপ যাদব। এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৯ উইকেট। এমন বোলিংয়ে পাঁচ ধাপ এগিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছেন। ৮ ধাপ এগোনো হারিস রউফ ২১ নম্বরে আছেন। জসপ্রিত বুমরাহ ৮ এবং হার্দিক পান্ডিয়া এগিয়েছেন ২১ ধাপ।