বিশ্বকাপ খেলবেন, এমনটা আশাই করেননি বোল্ট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

এক বছর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান ট্রেন্ট বোল্ট। যদিও এই ঘটনার এক বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি, খেলবেন আসন্ন ভারত বিশ্বকাপেও। এমনটা অবশ্য আশা করেননি বোল্ট নিজেও।


মূলত নিজের পরিবারকে সময় দেয়ার কথা ভেবেই জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন বোল্ট। গত এক বছর জাতীয় দলের হয়ে না খেললেও নিয়মিতই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন তিনি।


promotional_ad

বোল্ট যখন সরে দাঁড়ান, তখনই জানা গিয়েছিল দল যেকোনো পর্যায়ে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে বোল্টের আগে প্রাধান্য পাবেন নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা পেসাররা। আর বোল্ট যদি জায়গা করে নিতে চান, সেক্ষেত্রে পারফরম্যান্সই হবে শেষ কথা। আর তাই বিশ্বকাপে খেলার আশা করেননি বোল্ট নিজেও।


আরো পড়ুন

হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড

৮ ঘন্টা আগে
ডেভন কনওয়ে (বামে) ও রাচিন রবীন্দ্র (ডানে), ফাইল ফটো

তিনি বলেন, 'বিশ্বকাপের জন্য আমাকে বেছে নেয়ার নিশ্চয়তা কখনোই পাইনি। আমি আশাও করিনি এমনটা হবে। আমাকে এটার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং এই পর্যন্ত আসতে পেরে আমি খুবই খুশি। আমি আশা করি, আমি এটার মূল্য দিতে পারব এবং টুর্নামেন্টে দলকে আরও সামনে নিতে পারব।


'শেষ দুইবার আমরা যেমনটা করেছিলাম (২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপের ফাইনাল)। আমার মনে হয় আমরা এই আসরকে অনেক সামনে ইয়ে যেতে পারব, চূড়ান্ত মঞ্চে নিয়ে যেতে পারব এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।'


এদিকে বোল্টের মতো নিউজিল্যান্ডের বিশ্বকাপ যাত্রায় যাচ্ছেন জিমি নিশামও। জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে নেই তিনিও। যদিও নিশামের বিষয়টি কিছুটা আলাদা। তার সঙ্গে যোগাযোগ করে প্রথমে চুক্তি না করার ইচ্ছা পোষণ করে এনজেডসি। পরবর্তীতে চুক্তিতে অন্তর্ভুক্ত করতে নিশামের সঙ্গে আবারও যোগাযোগ করে এনজেডসি, ততদিনে অবশ্য ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে প্রতিশ্রুতি দিয়ে দেন নিশাম।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball