promotional_ad

মার্করামের সেঞ্চুরিতে সিরিজে ফিরল সাউথ আফ্রিকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ারে ব্রেভিস

২৮ মার্চ ২৫
ফাইল ছবি

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে দাপুটে শুরু করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে অবশ্য এইডেন মার্করামের সেঞ্চুরির সামনে অসহায় হয়ে রইল তারা। পচেফস্ট্রুমে ১১১ রানের বিশাল ব্যবধানে হেরে গেল সফরকারীরা। যদিও পাঁচ মাচের সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে তারা।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩৩৮ রান তোলে সাউথ আফ্রিকা। উদ্বোধনী জুটিতেই দলটি তোলে ১৪৬ রান??? ৭৭ বলে ৮২ রান করে ট্রাভিস হেডের শিকার হন কুইন্টন ডি কক।


এরপরের ওভারে বিদায় নেন টেম্বা বাভুমাও। ৬২ বলে ৫৭ রান করে তানভির সাঙ্ঘার শিকার হন প্রোটিয়া অধিনায়ক। তারপর ৭৬ রানের জুটি গড়েন রিজা হ্যান্ডরিকস এবং মার্করাম। ৪৫ বলে ৩৯ রানে হ্যান্ডরিকস রানআউট হয়ে ফিরে গেলে এই জুটি ভাঙে।



promotional_ad

এরপর কিছুক্ষণের মধ্যে হেনরিখ ক্লাসেন (০) এবং ডেভিড মিলারের (৮) উইকেট হারালে আবার চাপে পড়ে প্রোটিয়ারা। শেষপর্যন্ত মার্করামের অপরাজিত সেঞ্চুরিতে লড়াই করার মতো সংগ্রহ গড়ে তারা। ৭৪ বলে ১০২ রান করেন মার্করাম।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

১৮ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া

ইনিংসে ছিল নয়টি চার ও চারটি ছক্কার মার। শেষদিকে ১৬ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩২ রান করেন মার্কো জানসেন। ফলে বড় সংগ্রহ নিয়েই মাঠ ছাড়ে প্রোটিয়ারা।


লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪.৩ ওভারে ২২৭ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। শুরুটা অবশ্য ভালোই করে তারা। ৭৯ রান তুলে ফেলে উদ্বোধনী জুটিতেই। ২৪ বলে ৩৮ রান করে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন হেড।


দ্বিতীয় উইকেট জুটিতেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ২৬ বলে ২৯ রান করে অধিনায়ক মার্শ ফিরে গেলে খেই হারায় অজিরা। ১৯ ওভারের মধ্যে ফিরে যান ওয়ার্নারও।



ফেরার আগে ৫৬ বলে দশটি চার ও তিনটি ছক্কায় ৭৮ রান করেন অজি ওপেনার। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অজিরা। দলের কোনও ব্যাটার ২০ রানও করতে পারেননি আর। সাউথ আফ্রিকার হয়ে ৫০ রান খরচায় চার উইকেট নেন জেরাল্ড কোয়েতজে। দুটি করে উইকেট নেন তাবরাইজ শামসি এবং কেশভ মহারাজ।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball