তবুও পারল না শ্রীলঙ্কা, ফাইনালে ভারত

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
দুনিথ ওয়াল্লালাগে ও চারিথ আসালঙ্কার ঘূর্ণিতে খানিকটা নাটকীয় ধসই নেমেছিল ভারতের ব্যাটিংয়ে। তারা দুজনে মিলে ৯ উইকেট নিয়ে ভারতকে ২১৩ রানে আটকে দিয়ে শ্রীলঙ্কার ব্যাটারদের জন্য কাজটা সহজ করে দিয়েছিলেন। তবে সেই সুযোগটা হেলায় হারিয়েছেন পাথুম নিশানকা, কুশল মেন্ডিসরা। ধনাঞ্জয়া ডি সিলভা এবং ওয়াল্লালাগে আশা দেখালেও শেষ পর্যন্ত জিততে পারেননি শ্রীলঙ্কা। দাসুন শানাকার দলকে ৪১ রানে হারিয়ে ফাইনালে রোহিত শর্মার ভারত।
কলম্বোতে জয়ের জন্য ২১৪ রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। গুড লেংথে পড়ে জসপ্রিত বুমরাহর বেরিয়ে যাওয়া বলে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন নিশানকা। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে লোকেশ রাহুল ক্যাচ লুফে নিলে ৬ রান করে ফিরে যেতে হয় ডানহাতি এই ওপেনারকে। তিনে নামা মেন্ডিস ১৫ রানের বেশি করতে পারেননি।
অফ স্টাম্পের বাইরে বুমরাহর ঝুলিয়ে দেয়া ফুলার লেংথ ডেলিভারিতে খেলতে গিয়ে বদলি ফিল্ডার হিসেবে নামা সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে ফিরে যান মেন্ডিস। ওপেনার দিমুথ করুনারত্নে বেশি কিছুক্ষণ টিকে থাকলেও বড় ইনিংস খেলতে পারেননি। মোহাম্মদ সিরাজের বলে এজ হয়ে ফেরার আগে করেছেন মাত্র ২ রান। ২৫ রানে ৩ উইকেট হারানো শ্রীলঙ্কা চতুর্থ উইকেট হারিয়েছে ৬৮ রানে।

ছন্দে থাকা সাদিরা সামারাবিক্রমা এদিন আউট হয়েছেন ১৭ রান করে। কুলদীপ যাদবের বলে ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন। থিতু হওয়া আসালঙ্কাও আউট হয়েছেন কুলদীপের স্পিনে বোকা হয়েই। বাঁহাতি এই স্পিনারের সুইপ করতে গিয়ে এজ হয়ে রাহুলকে ক্যাচ দিয়ে ফিরেছেন। বল হাতে ৪ উইকেট নেয়া আসালঙ্কা করেছেন ২২ রান।
শানাকা ৯ রান করে ফিরে গেলে দারুণ এক জুটি গড়ে তোলেন ওয়াল্লালাগে ও ধনাঞ্জয়া। তারা দুজনে মিলে যোগ করেন ৬৩ রান। ধনাঞ্জয়ার বিদায়ে ভাঙে তাদের এই জুটি। ৪১ রানের দারুণ এক ইনিংস খেলে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়েছেন তিনি। এদিকে ওয়াল্লালাগে ৪২ রান করে অপরাজিত থাকলেও বাকিরা কেউই দাঁড়াতে পারেননি। ভারতের হয়ে কুলদীপ চারটি উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছিল ভারত। পাওয়ার প্লেতে কোনো উইকেট হারাতে দেননি রোহিত ও গিল। তাদের দুজনের ৮০ রানের জুটি ভাঙেন ওয়াল্লালাগে। বাঁহাতি এই স্পিনারের ঝুঁলিয়ে দেয়া ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন গিল। তরুণ এই ওপেনার আউট হয়েছেন ১৯ রানে। তিনে নামা কোহলিকেও ফিরিয়েছেন ওয়াল্লালাগে।
লেগ সাইডে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে থাকা দাসুন শানাকাকে ক্যাচ দিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা কোহলি এদিন আউট হয়েছেন ৩ রানে। দুই ওভার পর হাফ সেঞ্চুরি পাওয়া রোহিতকেও আউট করেয়েছেন ওয়াল্লালাগে। তরুণ এই স্পিনারের নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৫৩ রানের ইনিংস খেলা রোহিত। এরপর রাহুল ও ইশান কিশান মিলে ৬৩ রানের জুটি গড়েন।
ইশানকে নিয়ে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন রাহুল। তবে ওয়াল্লালাগের বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় ৩৯ রান করা এই ব্যাটারকে। ৩৩ রান করা ইশান আউট হয়েছেন আসালঙ্কাকে উইকেট দিয়ে। হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন ওয়াল্লালাগে। আরেক স্পিনার আসালঙ্কা ৪ উইকেট নিয়ে ভারতকে ২১৩ রানে আটকে দেন।