promotional_ad

হেরেও ভারতের প্রতি কৃতজ্ঞ পাকিস্তানের কোচ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত

১৩ মিনিট আগে
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত, ফাইল ফটো

কলম্বোতে বৃষ্টির সঙ্গে দাপট দেখিয়েছে ভারতও। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ভারত ছিল দুর্দান্ত। পুরো ম্যাচে সব বিভাগে নিষ্প্রভ ছিল পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদিরা ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জই জানাতে পারেননি। ব্যাটিংয়ে পাকিস্তানের একদম ভরাডুবি হয়েছে। ২২৮ রানের বড় ব্যবধানে হেরেও ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্র্যান্ট ব্রাডবার্ন।


রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছিল ভারত। শতরানের জুটির পর তারা দুজন ফিরলে পাকিস্তানের বোলারদের বিপক্ষে দাপট দেখিয়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তাদের দুজনের সেঞ্চুরিতে ৩৫৬ রানের বড় পুঁজি পায় ভারত। ওয়ানডেতে বিশ্বের দুই নম্বর দল হয়েও এমন রান তাড়ায় একেবারে নুইয়ে পড়ল পাকিস্তান।



promotional_ad

ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা যেন দাঁড়াতেই পারলেন না। ভারতের পেসারদের সঙ্গে স্পিনে কুপোকাত পাকিস্তানের ব্যাটাররা। কুলদীপ যাদব একাই একেবারে ধসিয়ে দিয়েছেন পাকিস্তানকে। হারিস রউফ ও নাসিম শাহ ব্যাটিং করতে না পারায় ৮ ব্যাটারের পাঁচজনকেই আউট করেছেন কুলদীপ।


এদিকে এ বছর খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ পায়নি পাকিস্তান। এশিয়া কাপের আগে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলেছে তারা। বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলতে না পারার আক্ষেপ করেছেন ব্রাডবার্ন। সেই সঙ্গে বিশ্বকাপের আগে পাকিস্তানকে তাদের দূর্বলতার কথা মনে করিয়ে দেয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান কোচ।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাডবার্ন বলেন, ‘আমার ভেতর বলছে আমরা গত দুইদিনে যে উপহারটা পেয়েছি সেটার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রতিনিয়ত খেলার সুযোগ পাই না।’



‘আমরা সবশেষ তিন মাসে কোন খেলায় হারিনি। কিন্তু এটা আমাদের সময় মতো মনে করিয়ে দিয়েছে যে আমাদের প্রতিদিন উন্নতি করতে হবে এবং সেরাটা দিতে হবে। এটা (হার) আসলে গত দুদিনে আমাদের জন্য উপহার। আমরা সেটা করতে পারিনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball