promotional_ad

সকালে ঢাকায় অনুশীলন করে বিকেলে শ্রীলঙ্কা যাবেন মুশফিক

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তামিমকে দেখতে হাসপাতালে মুশফিক-মিরাজরা

২৪ মার্চ ২৫
মুশফিকুর রহিম,  মাহমুদউল্লাহ রিয়াদ ও হাসান মিরাজ

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলে বাংলাদেশে এসেছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর ১৪ সেপ্টেম্বর লঙ্কা দ্বীপে যাচ্ছেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।


স্ত্রীর পাশে থাকতে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলে দেশে ফিরেছিলেন মুশফিক। ১১ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার নিজেই।



promotional_ad

ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম...মহান আল্লাহ আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। মা-মেয়ে দুজনেই নিবিড় পর্যবেক্ষণে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’


আরো পড়ুন

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের মেয়েরা

১০ মিনিট আগে
ক্রিকফ্রেঞ্জি

দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর ভারত বিপক্ষে ম্যাচের আগে আবারও শ্রীলঙ্কায় যাচ্ছেন মুশফিক। ১৪ সেপ্টেম্বর সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন ডানহাতি এই ব্যাটার। এরপর বিকেল নাগাদ শ্রীলঙ্কার বিমান ধরে পরেরদিন ভারতের বিপক্ষে খেলবেন তিনি। 


এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘মুশফিক ১৪ তারিখ সকাল বেলা ওইখানে (ঢাকা) অনুশীলন করবে, অনুশীলন করে ওইখান থেকে এখানে চলে আসবে ম্যাচ খেলার জন্য।’



মুশফিক ছাড়াও ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। ব্যক্তিগত কাজে তিনদিনের ছুটিতে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক। কাজ শেষ করে আবারও শ্রীলঙ্কা যাচ্ছেন তিনি। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা রয়েছে সাকিবের। অধিনায়ক না থাকলেও আলোচনায় খুব একটা প্রভাব পড়ছে না বলে জানান জালাল ইউনুস।


ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান বলেন, ‘অধিনায়ক আসতেছে, দুই-তিনদিনের জন্য গেছে। এটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলছে না। আমার মনে হয় অধিনায়ক এসেই আমাদের সাথে আবার আলাপ আলোচনা করবে। আশা করছি যে সে কালকে (১৩ সেপ্টেম্বর) চলে আসবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball